ব্যাকটেরিয়া কি
ব্যাকটেরিয়া হলো সাধারণত ক্লোরোফিলবিহীন, প্রাককেন্দ্রীক (যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়) প্রাককোষী আণুবীক্ষণিক (যাদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না) জীব। গাঠনিক উপাদান ও পুষ্টি পদ্ধতির জন্য ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয়।
ব্যাকটেরিয়ার আবিষ্কার
পৃথিবীতে ব্যাকটেরিয়ার অস্তিত্ব রয়েছে বহুপূর্ব হতে, কিন্ত অণুবীক্ষণ যন্ত্র না থাকার কারণে এ সম্পর্কে উল্লেখযোগ্য কিছু জানা যায় নি। তবে ব্যাকটেরিয়া আবিষ্কার সম্বন্ধে যতটুকু জানা যায় তাতে ব্যাকটেরিওলজী ও প্লোটো-জুয়োলজীর জনক বলে পরিচিত অ্যান্টনি ভন লিউয়েনহুক (Antony van Leeuwenhoock)-এর ডায়েরি ব্যাকটেরিয়া আবিষ্কারের প্রথম দিনগুলির সাক্ষ্য বহন করে। হল্যা--র ডেলফ্ট (Delft) শহর নিবাসী বিজ্ঞানী লিউয়েনহুক ১৬৭৫ খ্রিস্টাব্দের জুন মাসে তাঁর ডায়েরিতে যে বিবরণ লিখেছেন তাতে জানা যায় ঐ মাসের ৯ তারিখে তিনি একটি পাত্রে কিছু বৃষ্টির পানি ধরেছিলেন। ১০ তারিখে তিনি তাঁর স্বহসেত্ম নির্মিত সরল অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে উক্ত পানিতে কিছু জীবন্ত বস্তু আছে বলে মনে করেন। কিন্ত সেগুলো এত ছোট ও সংখ্যায় এত অল্প ছিল যে তিনি এটাকে সত্য বলে গ্রহণ করতে পারেন নি। পরে ১১ জুন তারিখে পুনরায় ঐ পানি নিয়ে পরীক্ষা করেন এবং অসংখ্য ক্ষুদ্র আকৃতির জীব দেখতে পান। তিনি এগুলোর নাম দেন ক্ষুদ্রপ্রাণি বা (Animacutes)| ১৬৭৬ খ্রিস্টাব্দের ৯ অক্টোবর তারিখে ল-নের রয়্যাল সোসাইটিকে লেখা লিউয়েন হুকের চিঠিতে ব্যাকটেরিয়ার বর্ণনা পাওয়া যায়। পরে ১৬৭৭ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর রবার্ট হুক (Robert Hook) এবং নিয়ামী গ্রম্ন (Nehemiah Grew) মরিচ ভিজানো পানি পরীক্ষা করে লিউয়েন হুকের আবিষ্কার প্রমাণ ও সমর্থন করেন।
ব্যাকটেরিয়ার নামকরণ
ব্যাকটেরিয়াম (Bacterium) শব্দটি গ্রীক ভাষা হতে উৎপত্তি। ১৮২৯ খ্রিস্টাব্দে Ehernberg সর্বপ্রথম ব্যাকটেরিয়াম শব্দটি ব্যবহার করেন। ব্যাকটেরিয়াম (Bacterium) শব্দের অর্থ দ- (Staff)| ব্যাকটেরিয়াম শব্দের বহুবচন ব্যাকটেরিয়া (Bacteria)| ফ্রান্সের বিজ্ঞানী লুই পাস্তুর (Louis Pasteur) এবং জার্মান বিজ্ঞানী রবার্ট হুক (Robert Hock) প্রভৃতি বিজ্ঞানীদের গবেষণায় স্বল্পজ্ঞাত অণুজীববিজ্ঞান আধুনিক অণুজীববিজ্ঞানে রূপান্তরিত হয়েছে।
ব্যাকটেরিয়া কোষের গঠন
বিভিন্ন জাতীয় ব্যাকটেরিয়ার গঠন বিভিন্ন প্রকার। এখানে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন বর্ণনা করা হল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions