Home » » বহুব্রীহি সমাস

বহুব্রীহি সমাস

বহুব্রীহি সমাস

যে সমাসবদ্ধ পদের অর্থ সমস্যমান পদগুলি কোনটিকেই না বুঝিয়ে অন্য কিছুকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। ‘বীণাপাণি’ এই সমাসবদ্ধ শব্দটিতে আছে ‘বীণা’ আর ‘পাণি’। কিন্তু ‘বীণাপাণি’ শব্দে এ দুটির কোনটিকেই বোঝায় না। ‘বীণাপাণি’ অর্থ সরস্বতী। বীণাপাণি-এর ব্যাসবাক্য হলো, ‘বীণা পানিতে যার।’ অতএব এটি বহুব্রীহি সমাস।

সংজ্ঞা: যে সমাসে পূর্বপদ বা উত্তরপদের কোনটিরই অর্থ বোঝায় না এবং সমস্তপদটি অন্য একটি পদের অর্থ বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।  

বহুব্রীহি সমাস এর ক্ষেত্রে মনে রাখার বিষয় সমূহ: 

১। বহুব্রীহি সমাসে সহ, সহিত ও সমান শব্দের স্থলে ‘স’ হয় এবং ‘স’ পূর্বপদে বসে। যেমন: ফলের সহিত বা ফলসহ বর্তমান যা = সফল; সমান জাতি যার = সজাতি, লজ্জাসহ বর্তমান যে =সলজ্জ।

২। বহুব্রীহি সমাসে বিশেষণপদ ও সমাসামত্ম পদ প্রায়ই পূর্বে বসে। যেমন: ছিন্ন শাখা যার = ছিন্নশাখা,
পাপে মতি যার = পাপমতি।  

৩। পরপদ ‘জায়া’ স্থানে ‘জানি’ হয়। যেমন: সুন্দরী জায়া যার = সুন্দরজানি।

৪। পরপদে ‘অক্ষি’ স্থানে ‘অক্ষ’ হয় এবং স্ত্রীলিঙ্গে ঊর্ণ-প্রত্যয় যুক্ত হয়। যেমন: পদ্মের ন্যায় অক্ষি যার = পদ্মাক্ষ, পদ্মাক্ষী (স্ত্রী লিঙ্গে)।

৫। বহুব্রীহি সমাসে পূর্বপদে ‘ঊণা’ স্থানে ‘ঊর্ণ’ এবং পরপদে ‘নাভি’ স্থানে ‘নাভ’ হয়। যেমন: ঊর্ণা নাভিতে যার = ঊর্ণনাভ; পদ্ম নাভিতে যার = পদ্মণাভ।

৬। বহুব্রীহি সমাসে ঈ-কারান্ত ও উ-কারান্ত স্ত্রীলিঙ্গ পদের উত্তর এবং এ-কারান্ত শব্দের উত্তর ‘ক’ হয়। যেমন: স্ত্রীর সাথে বর্তমান যে = সস্ত্রীক, নদী মাতা যে দেশের = নদীমাতৃক।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *