দ্বন্দ্ব সমাস কাকে বলে
দ্বন্দ্ব সমাস
‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ ‘জোড়া’। যে সমাসে সমস্যমান পদগুলির প্রতিটির অর্থই সমান প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। ‘ও’, ‘এবং’, ‘আর’, ‘তথা’ প্রভৃতি সংযোগার্থক অব্যয়ের সাহায্যে দ্বন্দ্ব সমাসের ব্যাস অর্থাৎ, বিভাগ করতে হয়। যে পদটি বানানে বা উচ্চারণে অপেক্ষাকৃত ছোট, এই সমাসে সাধারণত সেটি প্রথমে বসে। তবে এই নিয়মের ব্যতিক্রমও আছে। যে পদটির অর্থ অপেক্ষাকৃত গৌরব-বোধক বলে বিবেচিত হয়, সে পদটি অন্যটি অপেক্ষা বড় হলেও প্রথমে বসতে পারে।
দ্বন্দ্ব সমাসের উদাহরণ: মা ও বাপ = মা-বাপ, হাত ও মুখ = হাতমুখ, শমিকে আর শিমুকে =শমিশিমুকে, স্ত্রীর পুত্রের এবং কন্যার = স্ত্রীপুত্রকন্যার।
দ্বন্দ্ব সমাসের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে বলা যায়, যে সমাসে সমান বিভক্তিবিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হয় এবং সমস্যমান প্রত্যেকটি পদের অর্থ সমভাবে প্রধান থেকে যায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions