Home » » যুক্তরাজ্য সম্পর্কে জানতে চাই

যুক্তরাজ্য সম্পর্কে জানতে চাই

যুক্তরাজ্য সম্পর্কে জানতে চাই

যুক্তরাজ্য
ইউরোপ মহাদেশের অন্যতম দেশ যুক্তরাজ্য। এটি ২° পূর্ব দ্রাঘিমারেখা থেকে ১০° পশ্চিম দ্রাঘিমারেখা এবং ৫০° উত্তর অক্ষরেখা থেকে ৬০° উত্তর অক্ষরেখা পর্যন্ত বিসত্মৃত। ইউরোপের উত্তর-পশ্চিমাংশে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড নামে দুইটি বড় দ্বীপ এবং হেব্রাইডিস, মাইল অফম্যান, সেটল্যান্ড, অর্কনি, চ্যানেল দ্বীপপুঞ্জসহ প্রায় ৫,০০০ ছোট ছোট দ্বীপ রয়েছে। গ্রেট ব্রিটেন তিন ভাগে বিভক্ত। এর দক্ষিণের অংশকে ইংল্যান্ড, উত্তরের অংশকে স্কটল্যান্ড এবং পশ্চিমাংশকে বলা হয় ওয়েলস। আয়ারল্যান্ড আবার দুইটি অংশে বিভক্ত। একটি হলো উত্তর আয়ারল্যান্ড এবং অন্যটি দক্ষিণ আয়ারল্যান্ড। দক্ষিণ আয়ারল্যান্ড একটি স্বাধীন দেশ। এর রাষ্ট্রীয় নাম আইরিশ রিপাবলিক। উত্তর আয়ারল্যান্ড এবং গ্রেট ব্রিটেন নিয়ে গঠিত যুক্তরাজ্য। এর রাজধানী লন্ডন। দেশটির আয়তন ২,৪৪,১১০ বর্গকিলোমিটার। যুক্তরাজ্যের মোট স্থল সীমানা ৪৪৩ কিলোমিটার এবং উপকূল রেখা ১২,৪২৯ কিলোমিটার। যুক্তরাজ্যের সঙ্গে শুধুমাত্র দক্ষিণ আয়ারল্যান্ডের স্থল সীমান্ত রয়েছে (চিত্র ২.৪.১)। দেশটির অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল এবং আঞ্চলিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল। প্রধান নদী টেমস, টাইন, টিজ প্রভৃতি। প্রসিদ্ধ স্থানসমূহের মধ্যে রয়েছে লন্ডন, গস্নাসগো, ডান্ডি, বার্মিংহাম, এডিনবরা প্রভৃতি। দেশটি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় উন্নত।

ভূ-প্রকৃতি ও জলবায়ু : যুক্তরাজ্যের ভূ-প্রকৃতিতে ভিন্নতা রয়েছে। ইংল্যান্ডের বেশির ভাগ ভূখ- তৃণভূমি দ্বারা গঠিত। ওয়েলস পর্বতময় হলেও স্কটল্যান্ড অধিক পর্বতময়। যুক্তরাজ্যের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ। এখানকার জলবায়ু ব্রিটিশ দ্বীপপুঞ্জীয় জলবায়ু নামে পরিচিত। গ্রীষ্মকালে উষ্ণ এবং শীতকালে শীতল তাপমাত্রা বিরাজমান থাকে। মাঝে মাঝে তাপমাত্রা ০° সেলসিয়াস বা তার নিচে নেমে যায়। সাধারণত দেশটির উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ অধিক উষ্ণ থাকে। এখানে প্রায় সারা বছর বৃষ্টি হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ১১৮ ইঞ্চি।

শাসন ব্যবস্থা ও উপনিবেশ : যুক্তরাজ্যে সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। দেশটিতে দুইকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে। একটি হলো হাউস অব লর্ডস এবং অন্যটি হাউস অব কমন্স। হাউস অব লর্ডস এর সদস্য সংখ্যা ৮১৫ এবং হাউস অব কমন্স এর সদস্য সংখ্যা ৬৫০। একসময় যুক্তরাজ্যের অনেকগুলো উপনিবেশ ছিল। বর্তমান উপনিবেশসমূহের মধ্যে রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সেন্ট হেলেনা, দিয়াগো গার্সিয়া, বারমুডা কেইম্যান দ্বীপ, চ্যানেল দ্বীপপুঞ্জ, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ প্রভৃতি। যুক্তরাজ্যকে এগারটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে। যথা-১.স্কটল্যান্ড, ২. নর্থ ইংল্যান্ড, ৩. ল্যাংকাশায়ার, ৪. ইয়র্কস, ৫. ওয়েলস ৬. ওয়েস্ট মিডল্যান্ড, ৭. ইস্ট মিডলান্ড, ৮.ইস্ট এংলিয়া, ৯. ডেভন, ১০. ব্রিস্টল এবং ১১. লন্ডন।

জনসংখ্যা ও শিক্ষা : যুক্তরাজ্যের জনসংখ্যা ৬৫.৬ মিলিয়ন এবং বৃদ্ধির হার ০.৩% (পিআরবি, ২০১৬)। যুক্তরাজ্য শিক্ষাক্ষিত্রে উন্নত। এখানে বহু পুরাতন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শিক্ষা গ্রহণের জন্য আগমন করে।

খনিজ সম্পদ ও শিল্প : যুক্তরাজ্যের খনিজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো-প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, চুনাপাথর, জিপসাম, স্বর্ণ, রৌপ্য, চীনামাটি, ডলোমাইট, চূর্নশিলা, আগ্নেয় ধাতব পদার্থ, নুড়ি, কেওলিন, সিলিকা বালি, লৌহ- আকরিক, টিন, পটাশ, সিলিকা বালি প্রভৃতি। খনিজ সম্পদে সমৃদ্ধ যুক্তরাজ্য ইউরোপের শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ । এদেশের শিল্পাঞ্চলসমূহ কয়লাক্ষিত্রগুলোর সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এখানকার প্রধান শিল্পাঞ্চলগুলো হলো-১. মিডল্যান্ড, ২. উত্তর-পূর্ব ইংল্যান্ড, ৩. ইয়র্ক শায়ার, নোটিংহাম শায়ার ও ডার্বিশায়ার, ৪. ল্যাঙ্কাশায়ার ৫.বৃহত্তর লন্ডন, ৬. মধ্য স্কটল্যান্ড, ৭. বেলফাস্ট এবং ৮. দক্ষিণ ওয়েলস। শিল্পসমূহের মধ্যে লৌহ ও ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, পরিবহন যন্ত্রপাতি, কাঁচের সামগ্রী, মোটরগাড়ি, মৃৎশিল্প, জাহাজ নির্মাণ, রাসায়নিক (সার, ঔষধ, কৃত্রিম তন্তু প্রভৃতি), পশম বয়ন, কার্পাস বয়ন, বৈদ্যুতিক সরঞ্জাম অন্যতম।

কৃষি : যুক্তরাজ্যের মোট ভূমির প্রায় ৭১ শতাংশ কৃষিকাজে ব্যবহার করা হয়। এর মধ্যে আবাদী জমি ২৫.১ শতাংশ, স্থায়ী ফসল ০.২ শতাংশ এবং স্থায়ী চারণভূমি ৪৫.৭ শতাংশ (সিআইএ, ২০১৭)। কৃষিকাজে নিয়োজিত মোট জনসংখ্যার ১.৫%। এদেশে কৃষিতে দক্ষ শ্রমিক এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে বড় বড় কৃষি খামার গড়ে উঠেছে। যুক্তরাজ্যের একটি প্রধান কৃষি ফসল গম। এদেশে উৎপাদিত অন্যান্য কৃষি ফসলের মধ্যে রয়েছে যব, আলু, মাশরুম, পেয়াজ, স্ট্রবেরি, আপেল, পিয়াজ ইত্যাদি। প্রাণিসম্পদের মধ্যে রয়েছে গরু, ভেড়া, শুকর ইত্যাদি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *