রেটিনা কি
পঞ্চইন্দ্রিয়ের মধ্যে চোখ হল দর্শন-ইন্দ্রিয়। বিভিন্ন দূরত্বে অবস্থিত দর্শন ক্ষেত্র থেকে আসা বস্তুর ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘের প্রতিফলিত আলো আমাদের চোখ গ্রহণ করে। এ আলোক তরঙ্গ বৈদ্যুতিক উদ্দীপনায় পরিণত হয় এবং অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পরিবাহিত হয়ে বস্তুর সুনির্দিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করে। ফলে আমরা চোখ দিয়ে দেখতে পাই। আর আমাদের এই চোখে অক্ষিগোলক নামে গোলাকার বল আকৃতির একটি বিশেষ অঙ্গ আছে যা চোখের কোটরে অবস্থিত। এই অক্ষিগোলকের সর্বাপেক্ষা ভেতরের স্তরকে বলে রেটিনা। এটি চোখের আলোক সংবেদী স্তর। এটি দুহপ্রকার কোষ নিয়ে গঠিত। কোষগুলো হল, রড কোষ ও কোনো কোষ। রড কোষ মৃদু আলো শোষণে সক্ষম। কোনো কোষ উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণে সক্ষম। রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হয়।
কাজ : এটি অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে এবং অক্ষিগোলকে প্রবিষ্ট আলোকের প্রতিসরণ ঘটায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions