বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন
বৈদ্যুতিক বাতি (১৮৭৯)
-টমাস আলভা এডিসন (১৮৪৭-১৯৩১)
বৈদ্যুতিক বাতি আবিষ্কারের ইতিহাস
১৭৫২ সালে আমেরিকার বিজ্ঞানী বেনজামিন ফ্রাঙ্কলিন গবেষণা করে দেখেন যে বিদ্যুতের স্ফুলিঙ্গ ও আকাশের বিদ্যুতের চমক সমধর্মী। উনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা ভাবতে থাকেন আকাশের বিদ্যুৎ স্ফুরণের সাথে সাথে যদি আলো উৎপন্ন হতে দেখা যায় তবে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমেও নিশ্চয়ই আলো উৎপন্ন করা সম্ভব হবে। | বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন ইলেকট্রিক বাল্ব নিয়ে তার গবেষণার প্রথমদিকে ধাতুর তারকে বিদ্যুৎ প্রবাহে গরম করে আলো উৎপন্ন করার কথা ভেবেছিলেন। তিনি লক্ষ্য করেন ধাতুর তারে যত কুণ্ডলী বেশী হয় এবং তারটি যত সরু হয় তত বেশী তারটি উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু এই সরু ধাতুর তার বা ফিলামেন্ট তৈরী করা সহজ নয়। আবার সব ধাতুর তাপ সহ্য করার ক্ষমতা নেই। যে প্লাটিনামের তাপ সহ্য করার ক্ষমতা সবচেয়ে বেশী সেই প্লাটিনামের সরু ফিলামেন্টও বিদ্যুৎ প্রবাহে গলে যেতে লাগল। অনেক গবেষণার পর তিনি আবিষ্কার করলেন কার্বন বা অঙ্গার বায়ুর সংস্পর্শে এলে আলো উৎপন্ন করতে পারে। কিন্তু কিভাবে এই কার্বনকে বায়ুর সংস্পর্শ থেকে রক্ষা করা যায় ?
এডিসন একটি কাচের গোলক তৈরী করলেন, সেই গোলকের মধ্যে কার্বনের ফিলামেন্টটি রেখে গোলকের সমস্ত বায়ু বের করে নিয়ে মুখটি বন্ধ করে দিলেন। এবার কার্বনে বিদ্যুৎ প্রবাহিত করতেই আলো উৎপন্ন হল। কিন্তু সে আলো দীর্ঘস্থায়ী হল না।
এরপর তিনি নানা জিনিস থেকে কার্বন তৈরীর পরীক্ষা চালাতে লাগলেন। শেষপর্যন্ত বাঁশের আঁশকে কার্বনে পরিণত করে বায়ু শূন্য বাল্বে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতেই আলো জ্বলে উঠল। এই আলো জ্বলেছিল দুদিন ধরে।
এরপর এডিসন ১৮৮৩ সালে আরো উন্নত ধরণের একটি ইলেকট্রিক বাল্ব তৈরী করলেন, এই বাল্বের মধ্যে ধাতুর তারের ফিলামেন্ট ও তার সামান্য একটু দূরে একটি ধাতব পাত রাখা থাকত। কোনো ধাতুকে গরম করলে তার থেকে ইলেকট্রন বের হতে থাকে। একে ‘থারমিওনিক এমিশন’ বলে। বাল্বের পাতটিকে পজিটিভ চার্জ দিলে গরম তার থেকে বের হওয়া। নেগেটিভ ইলেকট্রনগুলিকে ধাতুর পাত আকর্ষণ করতে থাকে বলে ফিলামেন্ট' ও পাতের ভেতর বিদ্যুৎ প্রবাহ ঘটায় আলো উৎপন্ন হয়। কিন্তু পাতটিকে নেগেটিভ চার্জ দিলে সেটি ইলেকট্রন আকর্ষণ না করায় আলো উৎপন্নও হয় না।
এডিসন আবিষ্কৃত এই তথ্যর্টিকে বলা হয় এডিসন এফেক্ট। এই তথ্য আবিষ্কার করার পর এডিসন বিষয়টির পেটেন্ট নেন কিন্তু তারপরে বিষয়টি নিয়ে আর পরীক্ষা নিরীক্ষার দিকে তিনি এগোননি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions