রেডিয়াম আবিষ্কারের ইতিহাস
রেডিয়াম (১৯০২)
-মাদাম কুরী (১৮৬৭-১৯৩৪)
১৮৯৬ সালে ফরাসী বিজ্ঞানী হেনরী বেকারেল ইউরেনিয়াম যৌগের মাধ্যমে রেডিও অ্যাকটিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করলে বিজ্ঞান জগতে ইউরেনিয়ামের যৌগগুলি থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কৃত হয় কিনা এ নিয়ে গবেষণা চলতে থাকে। ফ্রান্সে সে সময়ই গবেষণাপ্রিয় দম্পতি পিয়ের কুরীও মেরী কুরী গবেষণা করছিলেন এই তেজস্ক্রিয়তা নিয়ে। তাঁরা জানতেন ইউরেনিয়াম যৌগটি পাওয়া যায় পিচব্লেন্ড নামক কালো শক্ত এক ধরনের খনিজ পদার্থ থেকে। পিচব্লেন্ডের তেজস্ক্রিয়তা ছিল ইউরেনিয়ামের চেয়ে অনেক বেশী। তাঁরা অনুমান করেন পিচব্লেন্ডে হয়তো। ইউরেনিয়াম ছাড়া আরো কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকা সম্ভব।
এই গবেষণার জন্য দরকার প্রচুর পিচব্লেণ্ড। কিন্তু পিচব্লেণ্ড কেনার পয়সা কোথায়? শেষপর্যন্ত অষ্ট্রিয়ার বোহিমিয়ার খনি থেকে সস্তায় পাওয়া গেল ইউরেনিয়াম বর্জিত পিচব্লেণ্ড। খোলা জায়গায় একটি চালাঘরকে গবেষণাগার বানিয়ে সেখানে বড় বড় পাত্রে অ্যাসিড ও জলে ঐ পিচব্লেণ্ড সেদ্ধ করা হতে লাগল। চালাঘরটা অ্যাসিড বাষ্প ও ধোঁয়ায়, গন্ধে অস্বাস্থ্যকর হয়ে উঠতে লাগল। রাতদিন সেই দম্পতি কাটিয়ে দিলেন গবেষণাগারে। আরো দরকার পিচব্লেণ্ড। কিন্তু তা কেনার টাকা নেই গরীব দম্পতির। এই সময়ই ভিয়েনার বিজ্ঞান পরিষদ টন টন পিচব্লেণ্ড পাঠাতে লাগল। আর চিন্তা রইল না।
১৮৯৮ সালে ইউরেনিয়ামের চেয়েও কিছুটা বেশী তেজস্ক্রিয় পদার্থের সন্ধান পেলেন তাঁরা। মেরী কুরীর জন্মস্থান পোল্যাণ্ডের নামানুসারে পদার্থটির নামকরণ হল পোলোনিয়াম। এর তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের থেকে তিনশ গুণ বেশী। গবেষণা থামল না। একদিন তাঁরা দেখলেন পোলোনিয়াম আলাদা করে নেবার পরও যে তরল অবশেষ পরে থাকে তার মধ্যেও তেজস্ক্রিয়তার গুণ রয়েছে। ঐ তরল নিয়ে তাঁরা তখন গবেষণা শুরু করলেন, শেষপর্যন্ত ১৯০২ সালে পিচব্লেণ্ড থেকে ক্ষারধর্মী এক নতুন মৌলিক পদার্থ পেলেন এর | তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে দশ লক্ষ গুণ বেশী। নাম দেওয়া হল রেডিয়াম।
১৯০৩ সালে মাদার কুরীও পিয়ের কুরী যুগ্মভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন। ১৯১১ সালে মাদাম কুরী দ্বিতীয়বার রসায়ন বিদ্যায় নোবেল পুরষ্কার | পেলেন বিশুদ্ধ রেডিয়াম প্রস্তুত ও তার পারমাণবিক ওজন নির্ণয়ের জন্য। দুরোরোগ্য ক্যান্সার রোগের চিকিৎসায় রেডিয়াম খুবই কার্যকর বলে প্রমাণিত হল কিন্তু এই রেডিয়ামেরই অদৃশ্য তেজে মাদাম কুরী দেহের শক্তি ক্ষয় হয়ে মারা গেলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions