Home » » কৃত্রিম রেশম আবিষ্কারের ইতিহাস

কৃত্রিম রেশম আবিষ্কারের ইতিহাস

কৃত্রিম রেশম আবিষ্কারের ইতিহাস

কৃত্রিম রেশম (১৮৯০)

-কাউন্ট হিলারী

প্রাকৃতিক রেশম পাওয়া যায় রেশম কীট থেকে। কিন্তু এই রেশম তৈরীর জন্য গুটিপোকার চাষ, তাদের খাদ্য তুঁতগাছের চাষ, রোগ আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা রেশম সংগ্রহ এবং তা থেকে সুতো তৈরী ইত্যাদি নানা ঝামেলা পার হতে হয়। বিজ্ঞানীরা এই অসুবিধা দূর করার কথা ভাবছিলেন অনেকদিন ধরেই। | বহুদিন আগে ১৬৬৪ সালে রবার্ট হুক বলেছিলেন কৃত্রিমভাবে রেশম প্রস্তুত করা সম্ভব। কিন্তু কৃত্রিম রেশম প্রস্তুত প্রণালী তিনি আবিষ্কার করতে পারেননি। এরপর ১৮৫৫ সালে সুইডিস রসায়নবিদ জর্জ য়ুডেমার্স কৃত্রিম রেশম তৈরীর পেটেন্ট নেন। তিনি মালবেরি ও অন্যান্য গাছের ছালের সেলুলোজ থেকে রেশমের মত তন্তু তৈরী করেন। কিন্তু সেই তন্তু যথেষ্ট শক্ত না হওয়ায় কাপড় বোনা সম্ভব হয়নি।

এরপর ১৮৯০ সালে ফরাসী বিজ্ঞানী কাউন্ট হিলারী প্রথম কাপড় বোনার উপযোগী শক্ত কৃত্রিম রেশম তৈরী করেন। তিনি মালবেরি গাছের পাতা থেকে এবং পরে তুলা ইথারে ডুবিয়ে তার দ্রবণ থেকে সেলুলোজ নিয়ে কৃত্রিম রেশম তন্তু তৈরী করেছিলেন।

১৯১১ সালে আমেরিকায় আমেরিকান ভিসুকোজ কর্পোরেশন নামে এক ব্রিটিশ কোম্পানী প্রথম ব্যবসায়িক ভিত্তিতে কৃত্রিম রেশম তৈরী করতে থাকে। | কাঠ সবচেয়ে সহজলভ্য বলে কাঠ থেকে সেলুলোজ নেওয়া হয়। এই সেলুলোজ গ্রহণ করার জন্য প্রথমে কঁচা কাঠকে কেটে টুকরো করে গায়ের ছালগুলো তুলে ফেলার পর জলে কয়েকদিন ভিজিয়ে রাখা হয়। ছাল ছাড়ানো কাঠের টুকরোগুলোকে আরো ছোট টুকরো করে কাঠের মধ্যে যে অপদ্রব্য থাকে সেগুলি বিশেষ রসায়নিক পদ্ধতিতে আলাদা করে নেওয়া হয়। এরপর কাঠের টুকরোগুলোকে আরো গুঁড়ো করে কয়েকটি রাসায়নিক পদার্থ যোগ করে আরো ভালো করে ফোটানো হয়। ফলে সব অপদ্রব্য আলাদা হয়ে কাঠটি মণ্ডে পরিণত হয়। এই মণ্ড টাকে আবার ফুটিয়ে কতকগুলি রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অশুদ্ধ সেলুলোজ পাওয়া যায়।

ঐ সেলুলোজকে গরম বাষ্পের কাছে রেখে ভালোভাবে শুকিয়ে নিয়ে মেসিনে | মিহি গুঁড়ো করে সেই গুঁড়ো নির্দিষ্ট মাত্রায় কস্টিক সোডার দ্রবণের সাথে বিক্রিয়ায় বিশুদ্ধ সেলুলোজ উৎপন্ন করে।


বিশুদ্ধ সেলুলোজকে আবার গুঁড়ো করে কয়েক ঘণ্টা খােলা জায়গায় ফেলে রাখলেন এই সেলুলোজ ধৰ্ধবে সাদা রঙের হয়ে ওঠে। এবার ঐ ক্ষারীয় সেলুলোজের সাথে কার্বন ডাই সালফাইড মিশিয়ে যৌগিক পদার্থ সেলুলোজ জ্যানথেট তৈরী হয়। একে জলের সাথে মিশিয়ে ভালোভাবে নাড়ালে তৈরী হয় অশুদ্ধ ভিসকোজ। অশুদ্ধিগুলো কয়েকটি প্রক্রিয়ায় দূর করে গ্যাস বা বাতাসের সংস্পর্শ ছাড়া ফেলে রাখা হয়। | ভিসকোজকে পুরে দেওয়া হয় ধাতব নলের মধ্যে। নলের মুখে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। এই মুখটি ডোবানো থাকে পাতলা সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে। নলের অপর মুখে চাপ দিয়ে ভিসকোজ সরু সুতোর মত | ছিদ্রপথ দিয়ে বেরিয়ে সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে এসে শক্ত হয়ে | যায়। এই সুতোর মধ্যে কিছু অ্যাসিড লেগে থাকে বলে সুতোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজে সুতোর কুণ্ডলী তৈরী করা হয়। সেটি আবার | গরম চুল্লীর ওপর রেখে শুকিয়ে নেওয়া হয়। এবার ব্লিচিং মেসিনে সুতো রঙ করা হয়। এরপরও সুতোতে গন্ধক লেগে থাকে। তাই সোডিয়াম সালফাইড দ্রবণ সুতোয় স্প্রে করে গন্ধ দূর করা হয়, এবং ক্ষারীয় ধর্ম দূর করার জন্য তরল অ্যাসেটিক অ্যাসিড সুতোয় দেওয়া হয়। শেষে ভাল করে সাবান জলে ধুয়ে গরম চুল্লীতে শুকিয়ে মেসিনে সুতো পাকিয়ে কাপড় তৈরী করা হয়। কৃত্রিমভাবে প্রস্তুত এই রেশমকে বলে রেয়ন। রেয়ন রেশমের চেয়ে শস্তা ও শক্ত। রেয়নের জামাকাপড় রেশমের চেয়ে ভারী। এটি রেশমের চেয়ে কম সহজদাহ্য।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *