Home » » হাইড্রোজেন গ্যাস ও পানির স্বরূপ আবিস্কার হয় যেভাবে!

হাইড্রোজেন গ্যাস ও পানির স্বরূপ আবিস্কার হয় যেভাবে!

হাইড্রোজেন গ্যাস ও পানির স্বরূপ আবিস্কার হয় যেভাবে!

হাইড্রোজেন গ্যাস ও পানির স্বরূপ (১৭৬৬) -হেনরী ক্যাভেন্ডিস (১৭৩১-১৮১০)।

বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ক্যাভেন্ডিস ছিলেন অতি লাজুক স্বভাবের। মানুষের সঙ্গে আগ বাড়িয়ে মিশতে তিনি খুব লজ্জা পেতেন। ক্যাভেন্ডিসের ধনী পিতা লর্ড চার্লস ক্যাভেন্ডিস তাঁর কিশোর ছেলের জন্য বাড়ীতেই বানিয়ে দিয়েছিলেন একটি গবেষণাগার। সেখানে বসেই ক্যাভেন্ডিস তাঁর বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষাগুলি করতেন। ১৭৬৬ সালে ক্যাভেন্ডিস টিন, দস্তা ও লোহা প্রভৃতি ধাতুর ওপর লঘু সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে পরীক্ষা করছিলেন। এসময় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হচ্ছিল। তিনি পরীক্ষা করে দেখলেন গ্যাসটি বায়ুর চেয়েও হাল্কা, বায়ুতে দহন করলে সেটি নীলাভ শিখায় জ্বলতে থাকে। তিনি প্রথম ভেবেছিলেন বিজ্ঞানী স্টালের ফ্লোজিস্টন তত্ত্ব অনুসারে গ্যাসটি বোধ হয় ফ্লোজিস্টন। কিন্তু পরবর্তীকালে জানা যায় গ্যাসটি হাইড্রোজেন। ১৭৬৬ সালে তিনি তাঁর গবেষণার ফলাফল ইংলণ্ডের রয়্যাল সোসাইটিকে জানিয়েছিলেন।

ক্যাভেন্ডিস লক্ষ্য করেছিলেন বায়ুতে ঐ হাইড্রোজেন গ্যাসটিকে দহন করলে একটি স্বচ্ছ তরল পদার্থ উৎপন্ন হয়। ঐ তরল পদার্থের বৈশিষ্ট্য বা প্রকৃতি জানবার জন্য তিনি একদিন একটি বদ্ধ কাচ নলে দুভাগ হাইড্রোজেন ও এক ভাগ অক্সিজেন প্রবেশ করিয়ে তারপর বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে অবাক হয়ে দেখলেন কাচ গোলকের ভেতরে জমা হয়েছে বিন্দু বিন্দু তরল পদার্থ। তরল পদার্থটি ছিল বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন স্বচ্ছ। তরল পদার্থটিকে বাষ্পীভূত করলে কোনো কিছু অবশিষ্ট থাকে না। জলের মত দেখতে হওয়ায় তিনি সমপরিমাণ জল ও ঐ তরল নিয়ে ওজন করে দেখলেন দুটির ওজনই সমান। তিনি অনেকবার ঐ একই পরীক্ষা করে বুঝলেন ঐ উৎপন্ন পদার্থটি জল।

ক্যাভেন্ডিসের যুগে বিজ্ঞানীদের ধারণা ছিল জল মৌলিক পদার্থ। কিন্তু এই পরীক্ষার মাধ্যমে ক্যাভেন্ডিস প্রমাণ করলেন জল হাইড্রোজেন ও অক্সিজেনের একটি যৌগ। জলের মধ্যে আছে দু'ভাগ হাইড্রোজেন ও এক ভাগ অক্সিজেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *