Home » » ইউরেনাস গ্রহ আবিষ্কার হয় কিভাবে?

ইউরেনাস গ্রহ আবিষ্কার হয় কিভাবে?

ইউরেনাস গ্রহ আবিষ্কার হয় কিভাবে?

ইউরেনাস (১৭৮১) -ফ্রেডরিক উইলিয়াম হার্সেল

প্রাচীনকালেই মানুষ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এই পাঁচটি গ্রহকে | দেখতে পেয়েছিল কারণ এই গ্রহগুলিকে খালি চোখেই দেখা যায়। গ্যালিলিওই প্রথম দূরবীণভিত্তিক জ্যোর্তিবিজ্ঞানের সূত্রপাত করেন। | বার্লিনের জ্যোর্তিবিজ্ঞানী বোর্ড ও টিসিয়াস সূর্য থেকে গ্রহদের দূরত্ব কত হবে তার এক বিশেষ ধরণের গণনা করেছিলেন। ওঁনারা দেখিয়েছিলেন সূর্য থেকে গ্রহদের অবস্থানের একটি নির্দিষ্ট অনুপাত আছে। তাঁদের সূত্রগুলি প্রকাশের পরই বিজ্ঞানীর অনুমান করতে শুরু করেন যে শনি গ্রহের পরেও আরো গ্রহ থাকা সম্ভব। অনেকেই এ বিষয়ে গবেষণার জন্য এগিয়ে এসেছিলেন। | ফ্রেডরিক উইলিয়াম হার্সেল ছিলেন সঙ্গীতজ্ঞ, কিন্তু ছোটবেলা থেকেই তার আকাশ পর্যবেক্ষণ ও জ্যোর্তিবিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল। তাঁর মানমন্দিরে বসে নিজ হাতে একটি শক্তিশালী দূরবীণ বানিয়ে তিনি রোজ রাতে আকাশ পর্যবেক্ষণ করতেন। একদিন রাতে তিনি মিথুন রাশিকে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলেন আকাশের গায়ে একটি জ্যোতিষ্ক উঁকি দিচ্ছে। তিনি ভাবলেন ওটা বোধহয় ধূমকেতু। কিন্তু অনেক গবেষণা করে তিনি বুঝতে পারলেন ধূমকেতুর যেমন অর্ধবৃত্তাকার পথে চলার কথা জ্যোতিষ্কটি তেমনভাবে যাচ্ছে না। তিনি তখন বুঝতে পারলেন তিনি একটি নতুন গ্রহ আবিষ্কার করেছেন।

গ্রহটির নামকরণ করার জন্য তিনি রাজা তৃতীয় জর্জের সম্মানে নাম দিলেন জর্জডিয়ান সাইডাস। কিন্তু এ নাম চালু হল না। ফরাসী বিজ্ঞানী লালাডে নাম দিলেন হার্সেল, কিন্তু তাও গৃহীত হল না শেষপর্যন্ত নাম দেওয়া হল ইউরেনাস। সেটিই স্বীকৃতি পেল। ইউরেনাসের চারদিক এরিয়েল, অ্যামব্রিয়েল, টাইটানিয়া, অবেরস ও মিরান্ডা এই পাঁচটি উপগ্রহ আবর্তন করছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *