Home » » রেনে দেকার্ত

রেনে দেকার্ত

রেনে দেকার্তে (Rene Descartes)

রেনে দেকার্ত

বিশ্ববিখ্যাত ফরাসি গণিতবিদ ও দার্শনিক ১৫৯৬ খ্রিষ্টাব্দের ৩১ মার্চ ফ্রান্সের লা-এ শহরে জন্মগ্রহণ। করেন। তিনি গাণিতিক দর্শনের জনক এবং স্থানাংক জ্যামিতি ও বিশ্লেষণ জ্যামিতির জনক হিসাবেও খ্যাত। তিনি আধুনিক গণিতের অগ্রপথিক। দেকার্তে মনে করেন, “মানুষই হলো সবকিছু বিচারের কেন্দ্রবিন্দু। মানুষের বৈশিষ্ট্য, তার মস্তিষ্কের অপার সম্ভাবনায় সে চিন্তা করতে পারে।” তিনি প্রথম জ্যামিতিতে বীজগণিতের প্রয়োগ করেন, যা কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি নামে পরিচিত এবং গণিতের নতুন শাখা “এনালাইটিকেল জিওমেট্রি” চালু করেন। তিনিই প্রথম জ্যামিতিক আকারকে বীজগাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করেন। অজানা সংখ্যাকে বর্ণ বা অক্ষর দ্বারা প্রকাশ করেন এবং x×x-এর পরিবর্তে x2 লেখার প্রচলন করেন। দেকার্তের দার্শনিক মত অনুযায়ী কোনো কিছুকে পরিষ্কারভাবে এবং ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ না করা পর্যন্ত আমরা সেটাকে সত্য বলে ধরে নিতে পারি না। সেজন্য, কোনো জটিল সমস্যাকে যতগুলো সম্ভব একক সমস্যায় ভেঙে নেয়া বা ছোট করে নেয়া দরকার। তখন সেগুলোর মধ্যে সবচেয়ে সহজ ভাবথেকে আমরা চিন্তা শুরু করতে পারি। 

দেকার্তে বিশ্বাস করতেন দর্শনের অগ্রসর হওয়া উচিত সরল থেকে জটিলের দিকে। দেকার্তে দুই ধরনের বাস্তবতা বা সারবস্তু উল্লেখ করেন, একটি সারবস্তু হচ্ছে চিন্তা বা মন, অন্যটি হচ্ছে ব্যাপ্তি বা বস্তু। মন পুরোপুরি সচেতন এবং স্থানগত দিক দিয়ে কোনো জায়গা দখল করে না, ফলে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না। অন্যদিকে বস্তু জায়গা দখল করে এবং একে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাগ করা চলে। বস্তুর কোনো চেতনা নেই। দেকার্তের মতে দুই সারবস্তুই ঈশ্বরথেকে এসেছে, যদিও এ দুই সারবস্তুর মধ্যে কোনো সম্পর্ক নেই। এজন্য দেকার্তেকে দ্বৈতবাদী বলা হয়। ৫৩ বছর বয়সে ১৬৫০ খ্রিষ্টাব্দের ১১ ফেব্রুয়ারি সুইডেনের স্টকহোমে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *