Home » » বীজগণিতের জনক কে

বীজগণিতের জনক কে

বীজগণিতের জনক কে?

বীজগণিতের-জনক-কে

বীজগণিতের জনক: আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মূসা আল খারিজমি (আল জাবের) 

সোভিয়েত রাশিয়ার নদী যা আরব সাগরে পতিত হয়েছে সে আমু দরিয়ার একটি দ্বীপের নিকটে অবস্থিত খোয়ারিজম নামক শহরে বিখ্যাত গণিতবিদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মূসা আল খোয়ারিজমি আনুমানিক ৭৮০ খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন । তার নাম থেকে অনেকে অনুমান করেন যে, তিনি সম্ভবত আব্বাসীয় শাসনামলে খোরাসান প্রদেশের খারিজম হতে আগমন করেন (বর্তমানে উজবেকিস্তান এর জরাজম প্রদেশ)। প্রখ্যাত ইতিহাসবিদ আল-তাবারীর মতে বাগদাদের নিকটবর্তী ক্ষুদ্র শহর কুতরুবুল হতে এসেছেন, তাই তিনি নাম দেন মুহাম্মদ ইবনে মুসা আল খারিজমি আল কুতবুল্লী। তিনি গণিত, ভূগোল ও জ্যোতির্বিজ্ঞানে বিশেষ অবদান রাখেন। বীজগণিতে তাঁর অবদান সবচেয়ে বেশী বলে তাকে বীজগণিতের জনক বলা হয়।

আল খারিজমি আব্বাসীয় খলিফা আল মামুনের প্রতিষ্ঠিত বায়তুল হিকমাহ (House of Wisdom) সংলগ্ন গ্রন্থাগারে প্রধান গ্রন্থাগারিক হিসাবে কর্মরত ছিলেন। 

তিনি সেখানে গণিত ও জ্ঞান-বিজ্ঞান চর্চা করেন এবং বহু গ্রিক ও ভারতীয় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ আরবীতে অনুবাদ করেন। খ্রস্টের জন্মের ষষ্ঠ শতাব্দীতে ভারতীয় গণিতবিদগণ দশমিক পদ্ধতির উদ্ভাবন করেন এবং ভারতীয় গণিতবিদগণ প্রথম বীজগণিত নিয়ে গবেষণা করেন। তাঁর রচিত The Book of Addition and Subtraction According to the Hindu Calculation” গ্রন্থটি তার একটি নিদর্শন। 

আল খারিজমির বইগুলো আরবী থেকে প্রথম ল্যাটিন ভাষায় অনুবাদ হয়। “আল কিতাবুল মুখতাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা” গ্রন্থটি ৮৩০ সালে রচিত হয় বলে ধারণা করা হয়। এই গ্রন্থটির নাম থেকেই এলজেবরা শব্দটি এসেছে এবং তার নাম হয়েছে আল জাবের। Algorithm শব্দটি Al Khwarizmi নামের ল্যাটিন অপভ্রংশ algorithm হতে এসেছে। তাঁর লেখা সুরত-আল-আরদ বইটি বিশ্বের প্রথম মানচিত্র হিসাবে খ্যাত।

তাঁর আল জাবর ওয়াল মুকাবলা বইটি পাঁচভাগে বিভক্ত। প্রথম ভাগে তিনি দ্বিতীয় মাত্রা সমীকরণের সমাধানের নিয়ম, দ্বিতীয় ভাগে সমীকরণগুলোর জ্যামিতিক প্রমাণ, তৃতীয় ভাগে (x±a) এবং (x±b) এর গুণফল, চতুর্থ ভাগে যে সমস্ত অঙ্কে অজ্ঞাত সংখ্যা, তার বর্গ, বর্গমূল ইত্যাদি রয়েছে সেগুলির যোগ, বিয়োগ, বর্গমূল বের করবার নিয়ম ইত্যাদি নিয়ে এবং পঞ্চম ভাগে কতগুলো শাব্দিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছেন। 

গণিতে শূন্যের ব্যবহার, ভগ্নাংশ পদ্ধতি , ত্রিকোণমিতি, জ্যামিতি, ভূগোল ও জ্যোতির্বিজ্ঞানে তাঁর যে অবদান, বিভিন্ন তথ্যসূত্রে এর আরো বিস্তারিত বিবরণ রয়েছে। তাঁর রচিত অন্য বইগুলো হলো কিতাবুল জাম ওয়াল তাফরিক ফি হিসাব আল হিন্দ, ইসতিখেরাজ তারিখ আল-ইয়াহুদ, কিতাব আল রুখামা, কিতাব আল তারিখ এবং যিজ আল সিন্দ হিন্দ। আনুমানিক ৮৫০ খ্রিষ্টাব্দে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মূসা আল খারিজমি মৃত্যুবরণ করেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *