লীলাবতী
লীলাবতী: ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গণিতবিদ ভাস্করাচার্য (Bhaskara Acharya) কর্তৃক রচিত “সিদ্ধান্ত শিরোমনি” বইটি চারটি খন্ডে বিভক্ত। ভাস্করাচার্য প্রথম অংশটির নাম দেন লীলাবতী। অনেকে মনে করেন ভাস্করাচার্যের মেয়ে লীলাবতী। লীলাবতীর বিয়ের পর তার স্বামী মারা যায়। মৃত্যুর পর লীলাবতী পিতার কাছে চলে আসেন। পিতা অত্যন্ত স্বস্নেহে মেয়েকে গণিত শিক্ষা দেন। এ নিয়ে অনেকের মধ্যে ভিন্ন মত পরিলক্ষিত হয়। তেরটি অধ্যায়ে রচিত পাটিগণিতের এই বইটিতে আলোচনা করা হয় আটটি গাণিতিক প্রক্রিয়া যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, ঘন, বর্গমূল এবং ঘনমূল। তারপর আসে শূন্যের ব্যবহার, ব্যস্ত বিধি, ঐকিক নিয়ম, অপনয়ন পদ্ধতিতে মান নির্ণয়, বৰ্গৰ্কর্ম, বর্গমূল ও দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত সমস্যা, ত্রৈরাশিকা: তিন-এর নিয়ম, বন্দ প্রতিবন্দক: বিনিময় ব্যবস্থা, মিশ্ৰব্যবহার: মিশ্রণের নিয়ম, শ্রেণি ব্যবহার: ধারার ব্যবহার, অঙ্কপাশা: বিন্যাস ও সমাবেশ, অনির্ণেয় সমীকরণের সমাধান এবং ক্ষেত্ৰগণিত: জ্যামিতি।
সিদ্ধান্ত শিরোমনি বইটিতে তথ্যগুলো সাজানো হয়েছে রাজা, হাতি, পদ্মফুলের মত পরিচিত জিনিস দিয়ে যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় এবং সেগুলো উপস্থাপন করা হয়েছে লীলাবতীকে সম্বোধন করার মধ্য দিয়ে। যেমন:
১.
মৃগনয়না লীলাবতী
বল দেখি পার যদি
১৩৫ গুণন ১২ কত হয়
যদি তোমার জানা রয়
গুণন প্রক্রিয়া-পৃথক অংশে আর পৃথক অংকে?
২.
সারস আর হংসপূর্ণ সরোবরে
জল তলের অর্ধহস্ত উপরে
পদ্মকলি এক ঋজু সুঠাম দাঁড়িয়ে।
অপরাহ্নের সমীরণ
দেহে জাগায় কল্পন
আদি অবস্থানের দুই হস্ত দূরে
পরশে পদ্মকলি জলকে যায় নাড়িয়ে।
শুনলে এই বর্ণনা
করো এবার গণনা
জলের গভীরতা আর পদ্মের উচ্চতা।
৩.
তিক্ত, অম্লীয়, ঝাঁঝালো, মিষ্টি, টক আর লোনা
ছয়টি স্বাদ তুমি ভিন্ন ভিন্ন পাত্রে দেবে ভরে
একটি একটি করে এবং মিশিয়ে মিশিয়ে
কয়টি পাত্র লাগবে তোমার এই কাজটির তরে?
এভাবেই অধিকাংশ সমস্যা ছন্দোময় কবিতার মত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions