নদীতে ভেঙে যাওয়া ও জেগে ওঠা ভূমি সংক্রান্ত আইন
নদীতে ভেঙে যাওয়া ও জেগে ওঠা ভূমি সংক্রান্ত আইন:
সিকস্তি (Diluvion Lands ডাইলভিয়ন ল্যান্ডস :
কোন ভূমি ভেঙ্গে নদী বা সাগর গর্বে বিলীন হয়ে গেলে ইহাকে সিকস্তি (Diluvion) বলে ।
পয়স্তি ভূমি (Alluvial lands-এলােভিয়ন ল্যান্ডস) : সাগর বা নদীতে কোন ভূমি জেগে উঠলে বা ভেঙ্গে যাওয়া ভূমি পুনরায় জেগে উঠলে এরূপ ভূমিকে পয়স্তি বলে।
১৯৯৪ সনের ১৫নং আইন বলে সাবেক ৮৬ ধারা সংশােধন করে তদস্থলে নিমরূপ সংশােধনি ৮৬ ধারা প্রতিস্থাপিত হয়েছে। ১৩ জুলাই ১৯৯৪ ইং তারিখে। রাষ্ট্রপতির সম্মতি লাভ করে ইহা আইনে পরিণত হয়েছে।
ষ্টেট একুইজিসন এন্ড টেন্যান্সী এ্যাক্ট ১৯৫০ এর ৮৬ ধারা : সিকস্তি (Diluvion)। মূলে খাজনা মওকুফ ও পয়স্তি (Alluvion) মূলে পুঃন, জাগরিত ভূমির স্বত্ব/অধিকার (Right) নির্ণয় ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions