জ্যামিতির জনক কে?
জ্যামিতির জনক কে: ইউক্লিড ছিলেন একজন বিখ্যাত হেলেনিস্টিক গণিতবিদ। ইউক্লিডের জন্ম কখন এবং কোথায় হয়েছিল সে তথ্য গণিতবিদগণের অজানা। তবে জানা যায় তিনি মিশরের আলেকজান্দ্রিয়ায় খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দে বসবাস করেন। মিশরের রাজা টলেমির শাসনামলে তিনি আলেকজান্দ্রিয়ার রাজকীয় স্কুলে গণিতের শিক্ষক ছিলেন।
ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়।
বিখ্যাত প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিডের প্রধান বৈজ্ঞানিক গ্রন্থ ইউক্লিক্স এলিমেন্টস। বইটিতে ইউক্লিডের সমসাময়িক সময় এবং তার পূর্বের প্রায় ২৩০০ বছরের গণিতে আবিষ্কৃত বিভিন্ন তথ্য ও তত্ত্ব লিপিবদ্ধ আছে। এতে আলোচনা আছে তলমিতি, ঘনমিতি, সংখ্যাতত্ত্বের বিভিন্ন সমস্যা এবং অ্যালগরিদম নিয়ে। তাঁর লেখা গ্রন্থগুলির মধ্যে মাত্র তিনটির সন্ধান পাওয়া গিয়েছে এগুলো হল: ডাটা, অপটিক্স ও এলিমেন্টস।
এলিমেন্টস বইটি মোট ১৩ খন্ডে প্রকাশিত হয়েছিল। ইউক্লিডের 'এলিমেন্টস' বইটি প্রায় ২০০০ বছর পর্যন্ত বিভিন্ন ভাবে পাঠযোগ্য মৈৗলিক বিষয় হিসেবে ব্যবহৃত হয়েছে। বইটির প্রথম ইংরেজি অনুবাদ হয় ১৫৭০ সালে। বইটি মূলত জ্যামিতি শাস্ত্রের বিভিন্ন স্বীকার্য নিয়ে কাজ করে। বিজ্ঞানী আইজাক নিউটনসহ গ্যালিলিও গ্যালিলি, জোহানেস কেপলার এবং নিকোলাস কোপারনিকাসকে প্রবলভাবে বইটি প্রভাবিত করে। তারা সবাই বইটি থেকে প্রাপ্ত জ্ঞানকে বিভিন্নভাবে কাজে লাগিয়েছেন। তিনি জ্যামিতিকে সংখ্যাতত্ত্বের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন। গণিতের বিভিন্ন শাখা যেমন: পাটিগণিতের মূল নিয়মাবলি, জ্যামিতি, গাণিতিক রাশি ও গাণিতিক সংকেত, সংখ্যাতত্ত্ব ইত্যাদিতে তাঁর অবদান রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions