দোয়েল পাখি (Magpie Robin)
দোয়েল পাখি : বাংলাদেশের জাতীয় পাখি
দোয়েল ছোট গায়ক পাখিদের বর্গ Passeriformes-এর Muscicopidae গোত্রের এক সদস্য। সাধারণভাবে পরিচিত দোয়েল, Copsychus saularis বাংলাদেশের জাতীয় পাখি এবং গানের পাখি হিসাবে সুপরিচিত। বৈশিষ্ট্যময় শিস ছাড়াও দোয়েল বিভিন্ন সময়ে বা প্রয়োজনে বিচিত্র ধরনের গান গাইতে পারে। আকারে বুলবুল পাখির মতোই, দৈর্ঘ্য প্রায় ২০ সেমি।
বাংলাদেশের সর্বত্র দোয়েল বিস্তৃত। তবে লোকালয়ের ধারে। কাছে বিভিন্ন গাছপালা ও ঝোপঝাড়ে এদের বেশি দেখা যায়। পুরুষ ও স্ত্রী দোয়েলের রং একটু ভিন্ন। পুরুষের ঠোট থেকে লেজের ডগা, গলা, বুক, ডানা ও পা কালো। ডানার দু'পাশে মোটা সাদা দাগ আছে। পেট থেকে পেটের নিচ দিক হয়ে লেজের শেষ ভাগ পর্যন্ত পালক সাদা। স্ত্রী পাখি পুরুষের মতোই তবে তার দেহ কালো রঙের জায়গায় রং কালচে ধূসর। অন্যান্য পাখির তুলনায় দোয়েল
তার গান শুরু করে অনেক ভোর বেলায়। শহর, বন্দরের বাগান ও ঝোপঝাড়ে এরা একাকী অথবা জোড়ায় ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে লেজ উঁচিয়ে পিঠের দিকে তুলে ধরে। অনেক সময়ে মাটিতে লাফিয়ে লাফিয়ে খাবার ধরে। পোকামাকড়, কীতপতঙ্গ, কেঁচো, এমনকি কখনো কখনো ফুলের নির্যাস এরা খাদ্য হিসাবে গ্রহণ করে।
মে থেকে জুলাই এদের প্রজনন কাল। এ সময়ে পুরুষ পাখি বাসা বানাবার স্থান নির্ধারণ করে এবং কঠোরভাবে তা পাহারা দেয়। গাছ বা দালানের ফোকড়, পাইপ বা বৈদ্যুতিক থামের গর্তে শুকনা সামান্য ঘাস ও হালকা ডালপালা দিয়ে বাটির মতো বাসা বানায়। এতে তিন থেকে পাঁচটি ফিকে লালচে দাগসহ হালকা নীলাভ-সবুজ ডিম পাড়ে। স্ত্রী পাখিই বাসা বানানো ও ডিমে তা দেবার কাজ করে। পুরুষ পাখি বাচ্চাদের খাওয়ানোর দায়িত্ব পালন করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions