Home » » ম্যাগমা কি

ম্যাগমা কি

ম্যাগমা (Magma)

ম্যাগমা কি?

ম্যাগমা হলো আংশিক বা সম্পূর্ণরূপে তরল অবস্থায় বিদ্যমান উত্তপ্ত বস্তু, যা থেকে আগ্নেয় শিলা তৈরি হয়। তরল পদার্থ ছাড়াও ম্যাগমাতে কঠিন বস্তু ও গ্যাস থাকতে পারে। সর্বাধিক  পর্যবেক্ষিত ম্যাগমাতে সহযোগী কেলাস ও গ্যাসসহ সিলিকেটের  গলিত বস্তু থাকে। কিন্তু কিছু কিছু ম্যাগমাতে কার্বনেট, ফসফেট, অক্সাইড, সালফাইড ও সালফার সংবলিত গলিত পদার্থ থাকে।

যেসব প্রাকৃতিক বস্তুতে গলিত বস্তুর (গরম তরল পদার্থ)  একটি সসীম অনুপাত বিদ্যমান, তাকেই মূলত ম্যাগমা বলা হয়।  তৎসত্ত্বেও, যে সকল ম্যাগমাতে আয়তন ভিত্তিক প্রায় ৬০ শতাংশের  অধিক কঠিন পদার্থ থাকে, সাধারণত সেই সব ম্যাগমার কঠিন বস্তুর মতো সসীম সহতামাত্রা ও বিভঙ্গ (fracture) থাকে।  অনুমানিকভাবে ধরে নেওয়া হয় যে, পূর্ববর্তী কঠিন শিলার আংশিক বিগলনের ফলে উৎপন্ন এবং প্রলম্বিত কঠিন বস্তু ও গ্যাস বিহীন স্থানে অবস্থিত তরল ম্যাগমাকে আদি ম্যাগমা বলা হয়। আদি ম্যাগমার কেলাসন দ্বারা উৎপন্ন এবং প্রলম্বিত বস্তু মুক্ত তরল ম্যাগমাকে উৎসজ (বা সেকেন্ডারি) ম্যাগমা বলা হয়। যদিও আদি বা উৎসজ ম্যাগমার প্রশ্নাতীত প্রাকৃতিক উদাহরণ জানা নেই তবুও সংজ্ঞা দ্বারা সূচিত করা মতবাদটি ম্যাগমার উৎপত্তি সম্পর্কে আলোচনার জন্য প্রয়োজনীয়।

লাভা প্রবাহ এবং প্রাকৃতিক আগ্নেয় গ্যাস ম্যাগমার অস্তিত্ব প্রমাণ করে। এ ধরনের পরীক্ষিত ম্যাগমাতে ব্যাসল্ট, অ্যানডেসাইট, ডেকাইট ও রায়োলাইট শিলার সঙ্গে সঙ্গতিপূর্ণ সিলিকেট ম্যাগমা এবং সেই সঙ্গে কার্বনেট সমৃদ্ধ বিরল ম্যাগমা ও সালফার সংবলিত গলিত বস্তু অন্তর্ভুক্ত। তরলতার গ্রথনিক ও গাঠনিক প্রমাণ, উচ্চতাপমাত্রার মণিকবিদ্যাগত প্রমাণ এবং গলিত বস্তু ও কেলাসের সাম্য-সম্পর্ক সম্পর্কিত পরীক্ষার ফলাফল থেকে অক্সাইড ও সালফার সমৃদ্ধ ম্যাগমা সম্বন্ধে সিদ্ধান্তে আসা হয়েছে। 

সক্রিয় ভূ-অগ্নিক্রিয়া অঞ্চলের নিচে ম্যাগমা থাকে বলে অনুমান করা হয় এবং ক্ষয়িত আগ্নেয় শিলার প্লটনের আকার ও আকৃতির সঙ্গে তুলনীয় আয়তন দখল করে। তৎসত্ত্বেও, এটা সুস্পষ্ট নয় যে, কোনো এক সময়ে স্বতন্ত্র প্লটনগুলো সম্পূর্ণরূপে ম্যাগমা হিসাবে বিদ্যমান ছিল। সুতরাং প্রকৃত ম্যাগমার আয়তন প্লটন থেকে ছোট হতে পারে। 

বিভিন্ন প্রকারের ম্যাগমার উৎপত্তি ভিন্ন রকমের হওয়ার সম্ভাবনা আছে। উচ্চ তাপমাত্রার কারণে ব্যাসল্টীয় ম্যাগমা সম্ভবত পৃথিবীপৃষ্ঠের অনেক নিচে ত্বকের মধ্যে তৈরি হয়েছিল। রায়োলাইটীয় ম্যাগমা ব্যাসল্টীয় ম্যাগমার কেলাসন বা ত্বকীয় শিলার বিগলন দ্বারা সৃষ্ট হতে পারে। মধ্যম ম্যাগমা ত্বকের ভিতরে তৈরি হতে পারে বা ব্যাসল্টীয় ম্যাগমার কেলাসন ও যথাযথ ত্বকীয় শিলার বিগলন দ্বারা এবং ম্যাগমার মিশ্রণ দ্বারাও তৈরি হতে পারে।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *