Home » » মেহগনি গাছ

মেহগনি গাছ

মেহগনি গাছ / Mahogany Tree

মেহগনি গাছ

দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের Meliaceae গোত্রের (নিমগোত্র) Swietenia mahagoni প্রজাতি মেহগিনি নামে পরিচিত। এছাড়া S. macrophylla সহ অন্যান্য প্রজাতিগুলোও বড় ও ছোট মেহগিনি ইত্যাদি নামে পরিচিত। মেহগিনি উত্তর ও দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলের নিজস্ব বৃক্ষ জাতীয় উদ্ভিদ। ওয়েস্ট ইন্ডিজে মেহগিনি বেশ বড় চিরসবুজ বৃক্ষ ও পাতাগুলো মসৃণ ও পিনেট যৌগিক। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার একদম দক্ষিণে মেহগিনি প্রজাতি প্রাকৃতিকভাবে জন্মায়। বর্তমানে পৃথিবীর প্রায় সব মহাদেশের ক্রান্তীয় অঞ্চলে মেহগিনি গাছ লাগানো হয়। বাংলাদেশেও উপরের দুটি প্রজাতিকে গত একশত বছরের বেশি সময় ধরে পথতরু হিসাবে ও বাগানে লাগানো হচ্ছে। বাংলাদেশের আবহাওয়ায় মার্চ মাসে (বসন্তকালে) অল্প কয়েকদিনের জন্য এ বক্ষের পাতাগুলো সব ঝরে যায় এবং প্রায় সঙ্গে সঙ্গে সারা গাছ ভরে নতুন পাতা গজায়। মেহগিনিসহ অন্যান্য প্রজাতির গাছ লাগানো হয় প্রধানত এর শক্ত, লাল বা হলদে-বাদামি বর্ণের মূল্যবান কাঠের জন্য। এসব কাঠ অত্যন্ত সুন্দর পালিশ নেয় এবং ক্যাবিনেট আলমারি ও আসবাবপত্র ইত্যাদি বানানোর জন্য বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এছাড়া রাস্তার দুপাশে ছায়াদানকারী ও শোভাবর্ধনকারী উদ্ভিদরূপেও মেহগিনি গাছ লাগানো হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *