নেপচুন / Neptune / নেপচুন কি / নেপচুন গ্রহ
নেপচুন :
নেপচুন হলো সৌরজগতের চারটি বৃহৎ গ্রহের অন্যতম গ্রহ; সূর্য থেকে দূরত্বে হিসাবে অষ্টম স্থানে অবস্থিত। আকার ও আচরণে ইউরেনাসের সঙ্গে এর মিলের কারণে এই দুই গ্রহকে যমজ গ্রহ বলা হয়। ১৮৪৬ সালে ইউরেনাস গ্রহের আবর্তনের ১ ডিগ্রি হেরফেরের হিসাব থেকে প্রথম নেপচুনের অস্তিত্ব সম্পর্কে ধারণা করা হয়। পরবর্তীকালে নাক্ষত্রিক বলবিদ্যাকে সত্য প্রমাণিত করে নির্দিষ্ট স্থানে নেপচুন আবিষ্কৃত হয়।
ছোট দুরবিনের ভিতর দিয়ে নেপচুনকে পাতলা সবুজাভ চাকতি আকারে দেখা যায়। সূর্য থেকে নেপচুনের দূরত্ব ৪৫০ কোটি কিলােমিটার। নেপচুন আয়তনে পৃথিবীর ৭২ গুণ এবং ওজনে পৃথিবীর প্রায় ১৭,২১ গুণ। নেপচুনের ব্যাস ৪৯,৪০০ কিমি (৩০,৯০০ মাইল)। নেপচুনের গড় ঘনত্ব ইউরেনাসের প্রায় ১.৬৬ গুণ বেশি। এই দূরত্বে নেপচুনের তাপমাত্রা হওয়ার কথা ৪৫ কেলভিন (৩৮৩° ফা.); তবে ১৩ মাইক্রোমিটার তরঙ্গদৈর্ঘ্যের পরিমাপে তাপমাত্রা পাওয়া গেছে ১০০ কেলভিন (-২৮০° ফা.)। বেতার-তরঙ্গ পর্যবেক্ষণে দেখা গেছে, বায়ুমণ্ডলের গভীরতার সঙ্গে সঙ্গে এর তাপমাত্রাও বৃদ্ধি পায়।
এ পর্যন্ত জানা গেছে, নেপচুনের উপগ্রহ দুটি ট্রাইটন ও নেরাইড। ১৮৪৬ সালে উজ্জ্বলতর ট্রাইটন উইলিয়াম লাসেল আবিষ্কার করেন। ১৯৪৯ সালে জি.পি, কুইপারের ফটোগ্রাফিক পর্যবেক্ষণে নেরাইডের কথা জানা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions