Home » » নার্ভ কি

নার্ভ কি

নার্ভ কি? / Nerve

নার্ভ কি : 

নার্ভ (Nerve) বা স্নায়ু হলো একগুচ্ছ স্নায়ুতন্তু মিলে গঠিত প্রান্তিক স্নায়ু তন্ত্রের স্নায়ুরজ্জু। প্রতিটি স্নায়ুতন্তু আলাদাভাবে শোয়ান্ কোষ (Schwann cells) দ্বারা আবৃত থাকে। এতে মায়েলিন নামে পরিচিত চর্বিজাতীয় পদার্থ থাকে। এজন্য স্নায়ুতন্তু চকচকে সাদা দেখায়। শোয়ান কোষে আবৃত স্নায়ুতন্তুসমুহ গুচ্ছাকারে যোজক কলা দ্বারা গ্রন্থিত থাকে। অধিকাংশ স্নায়ুরজ্জুতে কিছু স্নায়ুতন্তু সেন্সরি (sensory) এবং কিছু স্নায়ুতন্তু মোটর (motor)। সেন্সরি স্নায়ু প্রান্তিক অঞ্চল থেকে বার্তা বয়ে নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌছে দেয় আর মোটর স্নায়ুতন্তু স্নায়ুকেন্দ্র থেকে পেশি এবং গ্রন্থিসমূহে উদ্দীপনা  বয়ে নিয়ে যায়। কোনো স্নায়ুরজ্জুতে সেরি ও মোটর—উভয় ধরনের স্নায়ুতন্তু থাকলে তাকে মিশ্রিত স্নায়ুরজ্জ (mixed nerve) বলা হয়।  মস্তিষ্ক (brain) এবং মেরুরজ্জু (spinal cord) মিলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এক এক গুচ্ছ স্নায়ুতন্তুকে ট্র্যাক্ট (tract) বলা হয়। ট্র্যাক্টের স্নায়ুকোষ শোয়ান্ কোষের পরিবর্তে গ্লিয়াল কোষ (glial cells) দ্বারা আবৃত থাকে এবং ট্র্যাক্টের স্নায়ুতন্তসমূহকে একত্রিত রাখার জন্য কোনো যোজক কলা থাকে না। স্নায়ুরজ্জুতে বিভিন্ন ধরনের স্নায়ুতন্তু থাকলেও, প্রত্যেকটি ট্রাক্টে সাধারণত এক  ধরনের স্নায়ুতন্তু থাকে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *