নিউরন কি / Neuron / স্নায়ুকোষ কাকে বলে
নিউরন কি?
Neuron নিউরন বা স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের মৌলিক কার্যকর একক বা স্নায়ুকোষ নিউরন নামে পরিচিত। গঠনগত দিক দিয়ে নিউরন কোষদেহ এবং এক বা একাধিক প্রলম্বিত অংশ মিলে গঠিত। কোষদেহে কেন্দ্রিকা এবং অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অবস্থিত। স্নায়ুকোষদেহে অমসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি। নিউরনের সুতার মতো সবচেয়ে বড় প্রলম্বিত অংশ অ্যাক্সন (axon) নামে পরিচিত। অ্যাক্সন কোষদেহ থেকে স্নায়বিক উদ্দীপনা বহন করে নিয়ে যায়। বাইরে থেকে বিভিন্ন স্নায়বিক উদ্দীপনা কোষদেহে বয়ে আনার জন্য নিউরনে এক বা একাধিক প্রলম্বিত সুতার ন্যায় অঙ্গ থাকে যা ডেড্রাইটস (dendrites) নামে পরিচিত। অনেক নিউরনের কোনো ডেড্রাইট থাকে না। ডেড্রাইটবিহীন নিউরনকে ইউনিপোলার বা একমুখী নিউরন (unipolar neuron) বলে। একটি ডেড্রাইট থাকলে তাকে দ্বিমুখী নিউরন (bipolar neuron) আর একাধিক ডেড্রাইটবিশিষ্ট নিউরনকে বহুমুখী নিউরন (multipolar neuron) বলা হয়।
অধিকাংশ ক্ষেত্রে অ্যাক্সনই মূলত স্নায়বিক উদ্দীপনা কোষদেহের বাইরে বয়ে নিয়ে যায়; কোষদেহ এবং ডেড্রাইটকে উদ্দীপিত করা গেলেও তা কোষকেন্দ্রের বাইরে উদ্দীপনা বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। অধিকাংশ স্নায়ুতন্ত্র মায়েলিন (myelin) নামে পরিচিত একরকম চর্বি জাতীয় পদার্থের আবরণী দ্বারা ঢাকা থাকে। মায়েলিন আবরণীর নির্দিষ্ট ব্যবধানে ছেদস্থান রয়েছে যা র্যানভিয়ারের নোড (node of Ranvier) নামে পরিচিত। মায়েলিনযুক্ত স্নায়ুতন্তুর মধ্য দিয়ে উদ্দীপনা অপেক্ষাকৃত দ্রুত প্রবাহিত হতে পারে। মায়েলিনবিহীন স্নায়ুতন্তু সাধারণত ছোট এবং এদের মধ্য দিয়ে উদ্দীপনা প্রবাহের বেগ কম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions