Oximeter / অক্সিমিটার
oximeter এর কাজ কি
Oximeter (অক্সিমিটার) হলো এক ধরনের ফটোবৈদ্যুতিক ফটোমিটার। যার সাহায্যে রক্তের লোহিত কণিকা বা হেমোগ্লোবিনের অক্সিজেনযুক্ত অংশ পরিমাপ করা হয়। এই অংশকে সাধারণত শতকরা হারে প্রকাশ এবং রক্তের অক্সিজেন সম্পৃক্তি হিসাবে উল্লেখ করা হয়।
এছাড়া বিশেষ এক ধরনের অক্সিমিটার তৈরি করা হয় কোনো অক্ষত প্রাণী বা মানবদেহের কোনো বিশেষ টিস্যুতে সঞ্চালিত রক্তের অক্সিজেন সম্পক্তি পরিমাপ করার জন্য। পরীক্ষা কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত টিস্যু হচ্ছে কানের কোমলাস্থিময় বহিরাংশ (cartilaginous pinna), এবং এই উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রকে বলা হয় কর্ণ-অক্সিমিটার।
আর এক ধরনের অক্সিমিটার তৈরি করা হয় সংবহনতন্ত্রের বিভিন্ন জায়গা থেকে রক্ত নেওয়ার সময় বা অব্যবহিত পরে রক্তের অক্সিজেন সম্পৃক্তি পরিমাপ করার জন্য। এ ধরনের যন্ত্রকে সাধারণত কুভেট (cuvette) অক্সিমিটার বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions