Home » » পেটেন্ট কি

পেটেন্ট কি

পেটেন্ট / Patent

পেটেন্ট কি

পেটেন্ট হলো আবিষ্কারের উপর আবিষ্কারকের সর্বস্বত্ব নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ষা করার ও তার নকল নিরোধের উদ্দেশ্যে দেওয়া সরকারি সনদ। এই সনদ একজনকে বা কোনো প্রতিষ্ঠানকে নতুন আবিষ্কারের সর্বস্বত্ব রক্ষার রক্ষাকবচ। এর ফলে অন্য কারো আবিষ্কৃত জিনিসটি তৈরি, ব্যবহার বা বাজারজাত করনের আইনত অধিকার থাকে না। এই সনদের অধীনে অন্যেরা স্বত্ব লাইসেন্স করতে পারে এবং তখন তা তৈরি ও বাজারজাত করতে পারে। কেউ লাইসেন্স না করে বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

কোনো কিছুর পেটেন্ট করতে হলে পেটেন্টকারীকে নিশ্চিত করতে হবে যে, এটা এক নতুন আবিষ্কার। এটা কোনো পদ্ধতি,  যন্ত্রপাতি, শিল্পোৎপাদন, শিল্প-কারখানা বা ডিজাইনের (design) সনদ হতে পারে।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *