পেরিটোনিয়াম / Peritoneum
পেরিটোনিয়াম কি
Peritoneum পেরিটোনিয়াম: উদরগহ্বরের অভ্যন্তরভাগ যে পাতলা পর্দার ন্যায় আবরণী দ্বারা মোড়ানো, তা পেরিটোনিয়াম নামে পরিচিত। এই স্তরটিকে প্যারাইটাল পেরিটোনিয়াম (parietal peritoneum) বলা হয়। উদর গহ্বরের আন্তর-অঙ্গসমূহের বাইরেও পেরিটোনিয়ামের মোড়ক থাকে যা ভিসেরাল পেরিটোনিয়াম (visceral peritoneum) নামে পরিচিত। পেরিটোনিয়াম মূলত যোজক কলার মেমব্রেনের উপর এক স্তর চ্যাপ্টা আবরণী কলা দ্বারা গঠিত। দুই স্তর পেরিটোনিয়ামের মাঝখানে সামান্য পরিমাণ জলীয় রস থাকে। ভ্রণাবস্থায় সিলোমিক গহ্বর এই পর্দা দ্বারাই আবৃত থাকে। এটা বর্ধনশীল আন্তর অঙ্গসমূহের উপর দিয়ে বিস্তৃত থাকে। ফলে অঙ্গসমূহ পেরিটোনিয়াম পর্দা দ্বারা পৃষ্ঠদেশীয় প্রাচীরে সংযুক্ত থাকে। অবশ্য যকৃতের নিকটে এটা সম্মুখভাগের প্রাচীরের সঙ্গেও যুক্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions