পারলাইট /Perlite / প্রাকৃতিক কাচ
পারলাইট কি
পারলাইট (Perlite) হলো একটি প্রাকৃতিক কাচ। এ কাচে প্রচুর পরিমাণে গোলাকার বা শজিল কুণ্ডলীর (convolute) ন্যায় ফাটল থাকে। এ কারণে এরা ক্ষুদ্র মুক্তাসদৃশ বস্তু বা শিলাগুটির (pebbles) আকারে ভেঙ্গে যায়। এসব টুকরোর আড়াআড়ি ব্যাপ্তি এক সেন্টিমিটারের চেয়েও কম। এটি সাধারণত ধূসর বা সবুজ বর্ণের। পারলিটীয় বিভঙ্গ বরাবর তৈরি পাতলা বাতাসের পর্দা থেকে প্রতিফলনের কারণে এর দ্যুতি মুক্তাবৎ।
পারলাইটে পানির পরিমাণ সাধারণত ওজন ভিত্তিতে ৩ থেকে ৪ শতাংশ। তাপ (৮২০ থেকে ১১০০° সে.) প্রয়োগের ফলে ধারণকৃত পানি নমনীয় কাচে ক্ষুদ্র ক্ষুদ্র বাষ্প-বুদবুদ তৈরি করে। এর ফলে পারলাইট ফুলে উঠে (popped)। এর প্রকৃত আয়তনের চেয়ে বুদ্ধিপ্রাপ্ত আয়তনের পরিমাণ মোটামুটিভাবে ১৫ বা ২০ গুণ অধিক হয়ে থাকে। এ কারণে এ বস্তু হাল্কা ওজনের সংযুতি, অন্তরক, ভরক (filler) ও ফিল্টারের জন্য চমৎকার বস্তু হিসাবে ব্যবহৃত হয়। উল্লেখযোগ্য পরিমাণের পারলাইট অবক্ষেপ ক্যালিফোর্নিয়া ও নিউ মেক্সিকোতে পাওয়া যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions