আধুনিক প্রযুক্তির নতুন ফ্রিজ ও নতুন এয়ার কন্ডিশনার
সাধারণ ফ্রিজ অথবা এয়ারকন্ডিশনার কাজ করে বিশেষ ধরনের গ্যাসকে মোটর চালিত পাম্পের সাহায্যে, একবার বায়বীয় বৃহৎ আয়তনে ছড়িয়ে দিয়ে তাপ শোষণের ব্যবস্থা করে এবং তারপর অন্যত্র নিয়ে তা সঙ্কুচিত করে যে তাপ পরিত্যাগ করিয়ে। পদ্ধতিটি সরল, কিন্তু পরিবেশের প্রতি বন্ধুসুলভ নয়, অন্তত বর্তমান অবস্থায়। ফ্রেয়ন ইত্যাদি যেসব গ্যাস এই কাজে ব্যবহৃত হয়, তা বায়ুমণ্ডলে যেতে পারলে উর্ধ্বাকাশে ওজোন স্তর ফুটো করে দিয়ে ক্ষতিকর আলট্রাভায়োলেটের সামনে আমাদেরকে অসহায়ভাবে উম্মুক্ত করে দিতে সাহায্য করে। এ সব গ্যাসের বৃহদাকার শিল্প এবং এদের ব্যাপক ব্যবহার এখন পরিবেশের প্রতি একটি বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। রাসায়নিক শিল্প আজ অবধি এর বিকল্প নির্দোষ কোন গ্যাস ব্যবহারে ব্যর্থ হয়েছে।
এখন তাই ফ্রিজে হিমায়ন প্রক্রিয়ার জন্য নতুন পদ্ধতির কথা চিন্তা করা হচ্ছে যাতে ওসব গ্যাস ব্যবহারের প্রয়োজন হবে না। পদ্ধতিটি খুবই অভিনব। মহাকাশে ওজনহীন অবস্থায় সাধারণ ফ্রিজের অসুবিধা বলেই এটি মূলত উদ্ভাবিত হয়েছে। তবে পরিবেশের কারণে পার্থিব ব্যবহারেও এর প্রচুর সম্ভাবনা রয়েছে। এটি হল শব্দ চালিত ফ্রিজ।
এই ফ্রিজের উপরে থাকা মূল অংশকে বলা যায় খুব বিশেষ ধরনের লাউডস্পীকার। এতে যে ইলেকট্রনিক পাস সরবরাহ করা হয় তার ফলে খুব শক্তিশালী শব্দ তৈরি হয়ে তা একটি নলের মধ্য দিয়ে নিচের দিকে অগ্রসর হয়। নলটি এমন অকম্পনশীলভাবে তৈরি যে শব্দ খুব জোরালো হলেও নলের বাইরে তা তেমন শোনা যায় না। নলের মধ্যে থাকে হিলিয়াম, জেনন বা আরগনের মত কোন একটি নিস্ক্রিয় গ্যাস। তা ছাড়া এর মধ্যে থাকে ৮ সেন্টিমিটার প্রস্থ ও ৩ মিটার লম্বা প্লাস্টিকের ফিতা যা ভাজ করে গুটিয়ে রাখা থাকে। ফিতার ভাঁজের পরতলোর মধ্যে সূতা দিয়ে খুব সামান্য ব্যবধান রাখা হয় যার মধ্য দিয়ে গ্যাসের অণু উপর-নিচ যাতায়াত করতে পারে।
গ্যাসের অণুগুলোকে সংকুচিত করা হলে তা উত্তপ্ত হয়, আবার এদের প্রসারিত করা হলে তা শীতল হয়। শব্দের অনুলম্ব তরঙ্গ নলের মধ্যে দিয়ে নিচের দিকে অগ্রসর হবার সময় গ্যাসের সংকোচন প্রসারণের সঙ্গে সঙ্গে এর এক একটি পরমাণু উপর-নিচ আন্দোলিত হতে থাকে। ধরা যাক, বিশেষ উত্তাপের একটি পরমাণু একটি বিশেষ জায়গা থেকে আন্দোলন শুরু করল। শব্দ তরঙ্গ এর কাছে পৌছার সঙ্গে সঙ্গে এটি উপরের দিকে সংকোচনের অবস্থায় গিয়ে উত্তপ্ত হল। এই উত্তাপের খানিকটা প্লাস্টিক ফিতার মধ্যে স্থানান্তরিত হল। পরবর্তী প্রসারণের পর্যায়ে পরমাণুটি তার আদি অবস্থান থেকে নিচে নেমে এসে শীতল হয়ে তার আদি উত্তাপের থেকেও কম উত্তাপে চলে আসলো। নিকটবর্তী প্লাস্টিক থেকে এটি তখন উত্তাপ গ্রহণ করবে এবং এর পর আদি অবস্থান ও উত্তাপে ফেরত যাবে। এভাবে একই কাজ এটি বারবার করতে থাকবে।
নলের মধ্যে প্লাস্টিক ফিতার ফাকে সব গ্যাস পরমাণুই এই একই রকম আচরণ করতে থাকবে—এবং এর সার্বিক ফলাফল হবে এগুলো উপরের প্লাস্টিকে তাপ ত্যাগ করবে আর নিচের প্লাস্টিক থেকে তাপ গ্রহণ করবে। এভাবে তাপ ক্রমে প্লাস্টিকের নিচের অংশ থেকে উপরের অংশে উঠে আসবে—নলটির তলার দিকটি ঠাণ্ডা হয়ে পড়বে। এখনো যদিও এই নতুন ধরনের হিমায়ক বাজারে আসেনি, কিন্তু পরিবেশ সচেতনতার ফলে এর প্রতি প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে। উদ্ভাবকরা আশা করছেন যে আগামী দু'বছরের মধ্যে এই নীতির ভিত্তিতে তৈরি এয়ারকন্ডিশনার বাজারে আসবে এবং এর পর ফ্রিজ আসতে দেরি হবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions