V এবং U আকৃতির উপত্যাকা (V & U Shaped valley)
ভি এবং ইউ আকৃতির উপত্যকা
পার্বত্য অবস্থায় নদীর ক্ষয় ক্রিয়াই সর্বাধিক। পর্বত থেকে প্রবল বেগে নামবার সময় নদীর প্রবল স্রোত বড় বড় শিলা খণ্ড বহন করে নিম্নদিকে অগ্রসর হয়। এখানে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা উল্লম্ব ক্ষয় বেশী হয়। এরূপে ক্রমশ ক্ষয় পেতে পেতে নদী উপত্যকা অনেকটা ইংরেজী ‘ভি' (V) অক্ষরের মত হয়। ফলে এরূপ উপত্যকাকে ভি-আকৃতি উপত্যকা (V Shaped valley) বলা হয়। কিন্তু নদীর মধ্যগতিতে অর্থাৎ সমভূমি অবস্থায় উপত্যকার আকৃতির পরিবর্তন দৃষ্ট হয়। এ অবস্থায় স্রোত ও শিলারাশি দ্বারা উল্লম্ব (Vertical) ক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশী হয়। ফলে নদী ক্রমশ প্রশস্থ হয়ে কোনো কোনো স্থানে ইংরেজী 'ইউ' (U) আকৃতি বা চ্যাপটা প্রশস্ত আকৃতি ধারণ করে। নদী যতই মোহনার দিকে অগ্রসর হয়, ততোই এর উপত্যকার বিস্তৃতি ঘটে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions