গিরিখাত ও ক্যানিয়ন (Gorge and Canyon) / গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে / গিরিখাত ও ক্যানিয়ন কি
গিরিখাত ও ক্যানিয়ন
প্রাথমিক গতিতে নদীর প্রবল স্রোত খাড়া পর্বত গাত্র বেঁয়ে নিম্নদিকে প্রবাহিত হয়। এতে ভূ-পৃষ্ঠে ক্ষয় হয় এবং ভূত্বক থেকে শিলাখণ্ড ভেঙ্গে পড়ে। পরস্পরের সঙ্গে সংঘর্ষের দরুন শিলাখণ্ডগুলো মসৃণ ও ক্ষুদ্রতর হয়ে পানির সাথে বহুদূরে চলে যায়। এ সকল পাথরের ঘর্ষণে নদীর খাত গভীর ও সংকীর্ণ হতে থাকে। নদীর দু'পার্শ্বের শিলা যদি ক্ষয় না হয় তাহলে এ সকল খাত খুব গভীর হয়। তখন এ সকল খাতকে গিরিখাত (Gorge) বলে। সিন্ধু নদের গিরিখাত, আফগানিস্থানে কাবুল নদীর গিরিখাত, ভারতের অরুনাচলে ব্রহ্মপুত্র নদীর গিরিখাত প্রভৃতি উল্লেখযোগ্য উদাহরণ।
গিরিখাতগুলো শুষ্ক কোমল শিলা স্তরে হলে অতীব সংকীর্ণ ও গভীর হয়। ফলে নদীর উভয় পার্শ্ব অধিক উচ্চ ও খাড়া হয়। এরূপ গভীর ও সংকীর্ণ গিরিখাতকে ক্যানিয়ন (Canyon) বলে । উত্তর আমেরিকার কলরাডো নদীর গিরিখাত গ্রাণ্ড ক্যানিয়ন (Grand Canyon) পৃথিবীর বিখ্যাত। এ গিরিখাত ১৩৭ থেকে ৪৫৭ মি. পর্যন্ত বিস্তৃত। প্রায় ২.৪ কি.মি. গভীর ও ৪৮২ কি.মি. দীর্ঘ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions