Home » » স্পার কি

স্পার কি

Spur / স্পার কাকে বলে / স্পার কি

স্পার কি

উৎস থেকে নিম্ন ঢালে যাওয়ার পথে নদী এক পাড় থেকে অন্য পাড়, এভাবে পাড় বদল করে অগ্রসর হয়। অবশ্য এ অবস্থায়ও এর তলদেশের ক্ষয়কাজ ঠিকই চলতে থাকে। নদীর এ ধরণের গতি ধারার ফলে পাহাড়ের গাত্রসমূহ ঠিক দুটি করাত মুখোমুখি রাখলে দাঁতসমূহ যেভাবে পরস্পরের সঙ্গে লেগে। থাকে। তেমনি ভাবে পাহাড়ের পার্শ্ব দেশসমূহ পরস্পরের দিকে ঝুঁকে থাকা ভূমিরূপ গড়ে তোলে। এ ধরণের ভূমিরূপকে স্পার বলে।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *