আরবের নামকরণ
আরবকে কেন আরব নামকরণ করা হয়েছে, সে সম্পর্কে ঐতিহাসিকদের বিভিন্ন মতামত রয়েছে। প্রসিদ্ধ কয়েকটি মতামত নিমে বর্ণনা করা হলো:
১. আরব শব্দটির অর্থ হলো ‘পাণ্ডিত্যপূর্ণ ও সুন্দর ভাষায় কথা বলা। যেহেতু আরবের অধিবাসীরা নিজেদের ভাষা ও পাণ্ডিত্যের সম্মুখে সমগ্র পৃথিবীর লোককে ‘আজমী’ (মূক, বোবা) বলে ভাবতে, এজন্য তারা নিজেদের আরব বা আরবি এবং পৃথিবীর অন্যান্য জাতিসমূহকে আজম বা আজমি অর্থাৎ কথা বলতে অক্ষম বলে মনে করতো। ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য জাতি তাদের আরব বা আরবি নাম ডাকতে শুরু করে। ফলে তারা আরব' নামে পরিচিতি লাভ করে।
২. ‘আরব’ শব্দটি ‘আল-আরবাতু থেকে নির্গত হয়েছে যার অর্থ হলো ‘লতাগুল্মহীন মরুভূমি। যেহেতু এ অঞ্চল বৃক্ষলতাহীন মরুভূমি তাই এ অঞ্চলটিকে আরব নামকরণ করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions