কারবালার ঘটনার পটভূমি
আব্দুল্লাহ ইবনে যুবায়ের এর দুরভিসন্ধি :
আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রা.) ও ইমাম হুসাইন (রা.) মক্কায় চলে আসেন। তারা ইয়াযিদের প্রতি আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানান। আব্দুল্লাহ ইবনে যুবায়ির (রা.) নানা ভাবে ইমাম হুসাইন (রা.)কে ইয়াযিদের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকেন। মূলত তিনি উভয়ের দ্বন্দ্বের মধ্যে নিজেকে খিলাফতে অধিষ্ঠিত করার উচ্চাভিলাষ পোষণ করতেন বলে মনে করা হয় ।। মক্কা ও মদীনার অধিবাসী আলীর সমর্থকগণও ইমাম হুসাইন (রা.) কে তাদের সমর্থন দান করে। তাই একপর্যায়ে ইয়াযিদ ও ইমাম হুসাইন (রা.) এর মধ্যকার দ্বন্দ্ব তীব্র রূপ লাভ করে।
কুফাবাসীর আমন্ত্রণ :
কুফার পরিস্থিতি যাচাইয়ের জন্য ইমাম হুসাইন (রা.) তার চাচাত ভাই মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করেন। মুসলিম কুফাবাসীর সমর্থন দেখে ইমাম হুসাইন (রা.) কে মদীনা ত্যাগ করার পত্র দেন। তার পত্র পেয়ে ইমাম হুসাইন (রা.) সপরিবারে ও অতি অল্প কয়েকজন অনুসারীসহ কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। ইতোমধ্যে উবায়দুল্লাহ ইবনে যিয়াদ কর্তৃক মুসলিম নিহত হন এবং কুফাবাসী ইমাম হুসাইন (রা.) এর পক্ষ ত্যাগ করে ইয়াযিদ কে সমর্থন জানায়।
আলহোর ও ওমর কর্তৃক বাধাপ্রাপ্তি :
ইমাম হুসাইন(রা.) পথিমধ্যে মুসলিম এর মৃত্যুর সংবাদ পান। সকলের নিষেধ সত্ত্বেও তিনি সম্মুখ দিকে এগিয়ে যেতে থাকেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর তামীম গোত্রের আল-হোর নামক এক গোত্র প্রধানের কুফার অশ্বারোহী বাহিনী ইমাম হুসাইন (রা.) এর পথ রোধ করে। (১০ সেপ্টেম্বর, ৬৮০) কুফাকে ডানে রেখে ইমাম হুসাইন (রা.) তাঁর ক্ষুদ্র কাফেলাটিকে নিয়ে কুফা হতে ২৫ মাইল উত্তরে ফোরাত নদীর তীরবর্তী কারবালার নামক প্রান্তরে এসে উপস্থিত হন। উমর ইবনে সাদ, উবায়দুল্লার সেনাপতি ৪০০০ সৈন্য নিয়ে তার পথে বাধা দেন।
হুসাইন (রা.) এর সন্ধি প্রস্তাব :
ওমর হুসাইন (রা.)-কে অবিলম্বে ইয়াযিদের প্রতি আনুগত্য প্রকাশে আদেশ দিলে ইমাম হুসাইন (রা.) তা প্রত্যাখ্যান করলেন। পরিণামে ইমাম হুসাইন (রা.)-কে সপরিবারে কারবালায় অবরুদ্ধ করে রাখা হল । তাদের পানি সংগ্রহের পথে কড়া পাহাড়া বসানো হল। হুসাইন (রা.) এর শিবিরে পানির জন্য হাহাকার দেখা গেল। এই অবস্থায় হুসাইন (রা.) উবায়দুল্লার কাছে ৩টি শান্তি প্রস্তাব পেশ করার আর্জি জানালেন। সেগুলো হল :
- তাকে মদীনায় ফিরে যেতে দেয়া হোক;
- অথবা, তুর্কী সীমান্তের দুর্গে অবস্থান করতে দেয়া হোক;
- অথবা, ইয়াযিদের সাথে আলোচনার জন্য দামেস্কে প্রেরণ করা হোক;
কিন্তু তার এই অনুরোধ কোনভাবেই গ্রহণ করা হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions