ইমাম কাকে বলে
ইমাম অর্থ নেতা, পরিচালক ও অগ্রনায়ক। ইসলামের সোনালী যুগে ইমাম বলতে বোঝাতো ইসলামি সমাজের সামগ্রিক নেতৃত্ব যাঁরা দিতেন। জ্ঞান-বিজ্ঞান, সমাজ-সভ্যতা, সমাজের পরিচালনার সামগ্রিক নেতৃত্বে ছিলেন ইমামগণ। ইসলামের সোনালি যুগে সমাজ ও রাষ্ট্রের যারা নেতৃত্ব দিতেন তাঁরাই আবার মসজিদে সালাতেরও নেতৃত্ব দিতেন। এজন্য সমাজ ও মসজিদের একই নেতা বা ইমাম ছিলেন।
ইমামের যোগ্যতা ও গুণাবলি
মসজিদে সালাতের নেতৃত্ব এবং সমাজের সংস্কার, উন্নয়নমূলক কার্য পরিচালনা ও সামাজিক সমস্যা সমাধানে নেতৃত্ব দেয়ার মত উপযুক্ত ইমাম নিয়োগ করা প্রয়োজন। ইমাম হলেন নেতা। কাজেই নেতৃত্ব দেয়ার মত যোগ্য ইমাম নিয়োগ করা খুবই জরুরি। মহানবি (স.) বলেছেন, “তোমরা তোমাদের মধ্যকার সর্বোত্তম লোককে ইমাম নিযুক্ত কর। কেননা, তাঁরা তোমাদের এবং তোমাদের রবের মধ্যে প্রতিনিধিত্বকারী।” (দারে কুতনী)
ইমামের যোগ্যতা ও গুণাবলির বিশেষ দিকগুলো নিম্নরূপ-
আল্লাহর সাথে সুসম্পর্ক থাকা : ইমামকে আল্লাহর সাথে গভীর সম্পর্কের অধিকারী, সৎ কাজের আদেশ দানকারী, মন্দ কাজ থেকে বিরতকারী এবং সত্যের বাণী প্রকাশে সক্ষম হতে হবে।
আল্লাহর সন্তুষ্টিই একমাত্র কাম্য : সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, লোক দেখানোর মনোভাব দূর করতে হবে, মানুষের প্রশংসা ও গুণকীর্তনে সীমালংঘন করতে পারবে না এবং এক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। লোকের কাছে স্বল্পে সন্তুষ্ট থাকতে হবে এবং সে জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
বিশুদ্ধ ও সুমিষ্ট উচ্চারণে কুরআন তেলাওয়াতে পারদর্শী : ইমাম মসজিদে নামাজে ইমামতি করেন, তাই ইমামকে তাজবীদ সহকারে সুন্দর ও উত্তম কুরআন তেলাওয়াত জানতে হবে।
কুরআন ও হাদিসের যথাযথ জ্ঞান : কুরআন ও হাদিসের সাথে সর্বদা সম্পর্ক রাখতে হবে এবং তা গভীর অধ্যয়ন করতে হবে ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল উদ্ভাবন করতে হবে।
জ্ঞানী হওয়া : সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হওয়া, ব্যাপক লেখাপড়া করা, যে সমাজে বাস করে সেই সমাজ সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল হওয়া এবং সেই সমাজের অন্যান্য মতাদর্শ, দর্শন, চিন্তাধারা ও সভ্যতা-সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এছাড়াও ইসলামের ইতিহাস ও মানব সভ্যতা তার ইতিহাস জানতে হবে। যেন যুক্তি-প্রমাণের মাধ্যমে ইসলামকে তুলে ধরা সম্ভব হয় ।
আরবি ভাষায় দক্ষ : আরবি ভাষায় দক্ষতা ও পারদর্শিতা থাকতে হবে। একইসাথে বাংলা ও ইংরেজি ভাষা জানা থাকলে ইসলামের খিদমতে নিজেকে আরো বেশি সম্পৃক্ত করতে সক্ষম হবে।
উত্তম চরিত্রের অধিকারী : ইমামকে উত্তম চরিত্র ও সুন্দর আচরণের অধিকারী হতে হবে, যাতে লোকেরা তার কথায় বিশ্বাস স্থাপন এবং তার আহ্বানে সাড়া দিতে পারে ।
ধৈর্যশীল : ইমামের যথেষ্ট ধৈর্য ও সহ্যশক্তি থাকতে হবে যেন মসজিদের পাড়া বা মহল্লার লোকদেরকে ইসলামি জ্ঞান দানে অধৈর্য হয়ে না পড়েন।
জনমানুষের আস্থাশীল : ইমামের একটি অন্যতম দিক হলো- অধিকাংশ লোক যাকে ইমাম বানাতে সম্মত নয়, এমন ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা উচিত নয়। তবে অল্পসংখ্যক লোক ইমাম বানাতে অসম্মতি প্রকাশ করলে তার এ অসম্মতি ধর্তব্য নয়।
নেতৃত্বের গুণাবলি সম্পন্ন : একজন ইমামকে সামগ্রিক দিক থেকে যোগ্যতম ও নেতৃত্বের গুণাবলি সম্পন্ন হতে হবে। তা হলেই ইমামের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করা সম্ভব হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions