শিল্প মূলধন কাকে বলে
কোন কারখানা স্থাপন এবং পরিচালনার জন্য যে মূলধন (কলকারখানার যন্ত্রপাতি, কাঁচামাল, জ্বালানি ইত্যাদি) প্রয়োজন হয় তাকে শিল্প মূলধন বলা হয়। কোন দেশের দ্রুত শিল্পায়নের জন্য শিল্প মূলধন অত্যন্ত প্রয়োজন। কারণ শিল্প মূলধন ব্যতীত দ্রুত শিল্পায়ন সম্ভব নয়। শিল্প মূলধনকে দু-ভাগে ভাগ করা যায়। যথা: (১) দীর্ঘমেয়াদী বা স্থায়ী মূলধন এবং (২) স্বল্পমেয়াদী বা চলতি মূলধন শিল্পপ্রতিষ্ঠানের গৃহ নির্মাণ,যন্ত্রপাতি ক্রয় প্রকৃতি কাজের জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকে দীর্ঘমেয়াদী বা স্থায়ী মূলধন বলা হয়। অপরদিকে প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান করার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে স্বল্পমেয়াদী মূলধন বলা হয়। দেশের দ্রুত শিল্পায়নের জন্য উভয় প্রকার মূলধনই একান্ত আবশ্যকীয়। অতএব কোন দেশের শিল্পায়ন মূলত শিল্প মূলধনের যোগানের ওপরই নির্ভরশীল।
শিল্প মূলধন গঠনের উপায়
শিল্পায়নের জন্য শিল্প মূলধনের সরবরাহ বৃদ্ধি করা অপরিহার্য। শিল্প মূলধন বৃদ্ধি করার জন্য নিম্নোক্ত ব্যবস্থাদি গ্রহণ করা যেতে পারে:
১। সঞ্চয়ের পরিমান বৃদ্ধি: বাংলাদেশে সঞ্চয়ের পরিমান বৃদ্ধি করার লক্ষ্যে জনগনের ভোগ নিয়ন্ত্রনের মাধ্যমে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা একান্ত প্রয়োজন। এ লক্ষ্যে সরকারের উচিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যাতে সঞ্চয় হার বৃদ্ধি পায়। ২। অধিক আর্থিক প্রতিষ্ঠান স্থাপন: দেশে মূলধন গঠনের হার বৃদ্ধির লক্ষ্যে অধিক সংখ্যায় ব্যাংক ও বীমা কোম্পানি স্থাপন করা প্রয়োজন । দেশে গ্রামীণ সঞ্চয় বৃদ্ধির জন্য গ্রামাঞ্চলে অধিক সংখ্যক ব্যাংকিং এর সুযোগ সৃষ্টি করতে হবে।
৩। অধিক সংখ্যায় ঋণদানকারী প্রতিষ্ঠান স্থাপন: দেশে অধিক সংখ্যক বিশেষায়িত ঋণদানকারী প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। ঋণদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলে শিল্প মূলধনের যোগান বৃদ্ধি পাবে।
৪। বেকার সমস্যা সমাধান: দেশে বেকার সমস্যা সমাধানের মাধ্যমে শ্রম শক্তির পূর্ণ সদ্ব্যবহারের দ্বারা জনগনের আয় বৃদ্ধি করা প্রয়োজন। ফলে জনগনের আয় বৃদ্ধি হলে সঞ্চয় ও মূলধন গঠনের হার বৃদ্ধি পাবে।
৫। মূলধন বাজারে উন্নতি সাধন: দেশের মূলধন বাজারকে সুগঠিত করতে হবে। মূলধন বাজার সুসংগঠিত হলে শিল্প মূলধনের যোগান বৃদ্ধি পাবে।
৬। ঘাটতি ব্যায় নীতি অবলম্বন: সরকার ঘাটতি ব্যায় নীতি অবলম্বনের মাধ্যমে শিল্প মূলধনের যোগান বৃদ্ধি করতে পারে। তবে ঘাটতি ব্যায় নীতি অনুসরণ করার ক্ষেত্রে মুদ্রাস্ফীতির অবস্থা বিবেচনা করা প্রয়োজন ।
৭। সরকারি প্রয়াস: সরকারী প্রয়াসের মাধ্যমে শিল্প মূলধন বৃদ্ধি করা সম্ভব। এ লক্ষ্যে সরকার অধিক হারে কর ধার্য এবং ব্যায় সংকোচন নীতি অবলম্বন দ্বারা রাজস্ব বৃদ্ধি করে শিল্প মূলধন বৃদ্ধি করতে পারে
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions