Home » » মানব সম্পদ উন্নয়ন কি

মানব সম্পদ উন্নয়ন কি

মানব সম্পদ উন্নয়ন কি

উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত মানুষের কর্মকুশলতা অর্থাৎ কাজের গুণগত মানের ওপর উৎপাদিত দ্রব্য ও সেবার মান এবং পরিমাণ নির্ভর করে। উৎপাদনে জড়িত ব্যক্তিবর্গের কর্মকুশলতা বেশি অর্থাৎ তারা দক্ষ হলে উৎপাদিত দ্রব্য ও সেবার মান উন্নয়ন ও পরিমাণ বেশি হয়; এর বিপরীত ঘটলে দ্রব্য ও সেবার মান নিচু এবং উৎপাদনের পরিমাণ কম হয়। সুতরাং গুণ ও মানের দিক থেকে সমৃদ্ধ এবং বেশি পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করতে দক্ষ কর্মী মানুষের প্রয়োজন পড়ে। আর বেশি সংখ্যক এ ধরনের দক্ষ কর্মী মানুষ গড়াই হল মানব সম্পদ উন্নয়ন।

বস্তুত উৎপাদনের বিভিন্নক্ষেত্রে মানুষের কর্মদক্ষতা সুষ্ঠুভাবে ব্যবহারের উদ্দেশ্যে মানুষের অন্তর্নিহিত বিভিন্ন কর্মগুণ উন্নত ও বিকশিত করে তোলাকেই মানব সম্পদ উন্নয়ন বলে। বিশদভাবে বলতে গেলে, মানুষ্য সম্প্রদায়ের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সুপ্ত সম্ভাবনাগুলোর উন্নয়ন ও বিকাশ ঘটিয়ে একদিকে তাদেরকে বিভিন্ন কাজের জন্য উপযুক্ত করা এবং অন্যদিকে, তাদের জীবনযাত্রার মানোন্নয়নই হল মানব সম্পদ উন্নয়ন। এ প্রক্রিয়ায় সমাজে বসবাসরত সকল মানুষের সম্ভাবনা, জ্ঞান ও কাজ করার উৎকর্ষতা অব্যাহতভাবে বাড়ে এবং তারা দক্ষ হয়ে ওঠে। অর্থনীতিবিদ জে. ডি. সেথি বলে, ‘মানব সম্পদ উন্নয়ন যদি সামগ্রিক উন্নয়ন হিসেবে বিবেচিত হয় তাহলে তা মানুষের ভেতরে বিদ্যমান বৃদ্ধিবৃত্তিক, কারিগর, উদ্যোক্তীয় এমন কি নৈতিক সামর্থ্যগুলোর সর্বাধিক ব্যবহার বোঝায়, এটি নতুন নতুন সামর্থ্য সৃষ্টিও বোঝায় ।


মানব সম্পদ উন্নয়নের উপাদানসমূহ: 

যেসব সুযোগ-সুবিধা প্রদান করে মানব সম্পদের উন্নয়ন ঘটানো যায় সেগুলোই হল মানব সম্পদ উন্নয়নের উপাদান। এসব সুযোগ-সুবিধার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দূষণমুক্ত পরিবেশ, আইন ও শৃঙ্খলা এবং দুর্নীতিমুক্ত স্বাধীন ও সম্মানজনক জীবন প্রভৃতি প্রধান। অর্থনীতিবিদ মিরড্যাল মানব সম্পদ উন্নয়নের আটটি উপাদানের কথা উল্লেখ করেছেন যেমন-

(১) খাদ্য ও সৃষ্টি,

(২) বস্ত্ৰ,

(৩) বাসস্থান ও তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা,

(৪) স্বাস্থ্য সুবিধা,

(৫) শিক্ষা,

(৬) গণ সংযোগ মাধ্যম,

(৭) শক্তিভোগ এবং

(৮) পরিবহন ।


উন্নত ও উন্নয়নশীল দেশে মানবসম্পদের প্রকৃতি: 

পৃথিবীর বিভিন্ন দেশের মানব সম্পদের প্রকৃতি একরূপ নয়। ভৌগলিক ও বংশগত কারণ, জাতিগত ঐতিহ্য ও সংস্কৃতি, শিক্ষা-দীক্ষা, ধর্মীয় চেতনা, মুল্যবোধ ইত্যাদি জাতির গুণগত তথ্য মানব সম্পদেও মান নির্ধারণ করে। উন্নত দেশগুলোতে বিশেষ করে পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার দেশসমূহ, অস্ট্রেলিয়া, জাপান প্রভৃতি দেশের জনসংখ্যার গুণগত মান অনেক উচু অর্থাৎ এসব দেশের মানব সম্পদ উন্নত বা দক্ষ।

অন্য দিকে বেশিরভাগ উন্নয়নশীল দেশের জনসংখ্যার গুণগত মান অত্যন্ত নিচু। গোঁড়ামি ও কুসংস্কার, নিরক্ষরতা, খাদ্যাভাব, অপুষ্টি, স্বাস্থ্যহীনতা প্রভৃতি কারণে এসব দেশের জনসংখ্যার গুনগত মান অত্যন্ত নিচু অর্থাৎ এসব দেশের মানব সম্পদ অনুন্নত বা অদক্ষ ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *