বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য
বাংলাদেশের মানুষের সংস্কৃতির যে বৈশিষ্ট্য বিদ্যমান তা এই সংস্কৃতিকে অন্য সংস্কৃতি থেকে আলাদা স্বকীয়তা দান করেছে । নিচে বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো :
(১) প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত: বাংলাদেশের সংস্কৃতি মূলত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তর হয়। হঠাৎ কোনো দৈব ঘটনার মাধ্যমে এ সংস্কৃতি চালু হয়নি।
(২) লালিত ঐতিহ্য: বাংলাদেশের সংস্কৃতি মূলত হাজার বছরের লালিত ঐতিহ্যকে বুকে ধারণ করে টিকে আছে। আদিম মূল আকড়ে ধরে এ সংস্কৃতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
(৩) পরিবর্তনশীলতা: পরিবর্তনশীলতা যেকোনো সংস্কৃতিরই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে কোনো সংস্কৃতিই পরিবর্তনশীল। সময়ের ব্যবধান একং চাহিদার প্রেক্ষিতে সংস্কৃতির আচার-রেওয়াজ পরিবর্তন হয়। বাংলাদেশের সংস্কৃতিও পরিবর্তনশীল ।
(৪) মূল সংস্কৃতি এক ও অভিন্ন: বাংলাদেশ যে মৌলিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে আছে তার পরিবর্তন নেই বললেই চলে। বাংলাদেশের সংস্কৃতির মূল বিষয় হলো বাঙালি সংস্কৃতি।
(৫) সংকর সংস্কৃতিঃ বাংলাদেশের সংস্কৃতির একটি মৌলিক বৈশিষ্ট্য হলো এটি একটি সংকর সংস্কৃতি। প্রাচীন কাল থেকে এই ভূখন্ডে আর্য, দ্রাবিড়, পারসিক, মঙ্গল, আফগান, শিখ, পর্তুগীজ, ফরাসি ইংরেজসহ নানা জাতি, ধর্ম ও বর্ণের মানুষের আগমন ঘটেছে। এসব জাতির আগমনের ফলে এদের সংস্কৃতির অনেক কিছুই বাংলাদেশের সংস্কৃতিতে প্রবেশ করেছে। তাই বাংলাদেশের সংস্কৃতি একটি সংকর সংস্কৃতি ।
(৬) সাংস্কৃতিক ঐহিত্য: বাংলাদেশের সংস্কৃতির রয়েছে এক সাংস্কৃতিক ঐহিত্য যা একে অন্য সংস্কৃতি থেকে আলাদা করেছে। আমরা জানি ভাষা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর পৃথিবীতে একমাত্র বাঙালিরাই ভাষার জন্য লড়াই করেছে । আর এর ফলে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য আরো সুদৃঢ় হয়েছে।
(৭) সাংস্কৃতিক ব্যবধান: বাংলাদেশের সংস্কৃতিতে সাংস্কৃতিক ব্যবধান বিদ্যমান। শিক্ষার প্রসার, আন্তর্জাতিক পরিমন্ডলে বিচরণ, মানুষের ক্রমবর্ধমান চাহিদা, সামাজিক গতিশীলতা ইত্যাদি কারণে বাংলাদেশের সংস্কৃতিতে সাংস্কৃতিক ব্যবধান বিদ্যমান।
(৮) আকাশ সংস্কৃতির প্রভাব: বাংলাদেশের সংস্কৃতি আকাশ সংস্কৃতির প্রভাবে প্রভাবিত।
(৯) আধুনিক প্রযুক্তির প্রভাব: আধুনিক প্রযুক্তির প্রভাব বাংলাদেশের সংস্কৃতিকে দারুণভাবে প্রভাবিত করছে। নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন- ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ম্যাসেঞ্জার ইত্যাদি প্রভাবে ঐতিহ্যবাহী সামাজিক সম্পর্কের ধরণ আগের তুলনায় পাল্টে গেছে।
(১০) বিশ্বায়নের প্রভাব: বিশ্বায়নের প্রভাবে অন্যান্য সংস্কৃতির অনেক কিছুই বাংলাদেশের সংস্কৃতিকে প্রভাবিত করছে। পৃথিবীর নানা অঞ্চলের মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, অনুষ্ঠান ইত্যাদি আমাদের সংস্কৃতির উপাদানে পরিণত হচ্ছে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions