উন্নয়ন পরিকল্পনা কি? / উন্নয়ন পরিকল্পনা কাকে বলে?
উন্নয়ন পরিকল্পনা বলতে একটি দেশের বা অঞ্চলের কোন নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কতকগুলি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুচিন্তিত ও সচেতনভাবে পরিকল্পত কর্মসূচী গ্রহণ করাকেই বুঝায়। বর্তমান যুগ উন্নয়নের যুগ এবং পরিকল্পনার যুগ। বর্তমানে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি, জীবন যাত্রার মান উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে ।
উন্নয়ন পরিকল্পনা সঠিকভাবে সংজ্ঞায়িত করার জন্য কয়েকজন খ্যাতিমান অর্থনীতিবিদদের দেয়া উন্নয়ন পরিকল্পনার সংজ্ঞা বিবেচনা করা প্রয়োজন। নিম্নে সংজ্ঞাগুলো দেওয়া হল :
অধ্যাপক রবিনসন এর মতে, পরিকল্পনার অর্থ হল একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করা ও পছন্দ করা এবং এ পছন্দই হল অর্থনৈতিক কার্যাবলির মূল বিষয়।
অধ্যাপক টিনবারজেন (Tinbergen) বলেন, পরিকল্পনা হল রাষ্ট্র দ্বারা দেশের অর্থনৈতিক জীবন সর্বাত্মক নিয়ন্ত্রণের জন্য সযত্ন প্রস্তুতি।
অধ্যাপক ডালটন বলেন, ব্যাপক অর্থে ইস্পিত উদ্দেশ্য পূরণের জন্য অর্থনৈতিক কার্যাবলি পরিচালনার নিমিত্তে অপ্রচুর সম্পদ ব্যবহারের সুষ্পষ্ট নীতি বা নির্দেশকে অর্থনৈতিক পরিকল্পনা বলে ।
অর্থনীতিবিদ ডিকেনসন বলেন, কোন সুনির্দিষ্ট কর্তৃপক্ষ সামগ্রিক ভাবে অর্থব্যবস্থার ব্যাপক জরীপের ভিত্তিতে কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করতে হবে এবং কিভাবে তা বন্টন করতে হবে সে সম্পর্কে যে সব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই হল অর্থনৈতিক পরিকল্পনা।
অর্থনীতিবিদ বারবারা জঁন বলেন, কোন সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সুচিন্তিত ও সুবিবেচিত অর্থনৈতিক অগ্রাধিকার নির্বাচনকেই অর্থনৈতিক পরিকল্পনা বলে ।
অধ্যাপক হায়েক এর মতে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক উৎপাদনশীল কার্যাবলির দিক নির্দেশনাই হল পরিকল্পনা।
উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষন করলে দেখা যায় যে, একটি নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কতগুলি অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য দেশের সম্পদের সুষ্ঠু, সঠিক, সুনির্দিষ্ট ও সচেতনভাবে ব্যবহারকে উন্নয়ন পরিকল্পনা বলা হয়। এটি অর্থনৈতিক উন্নয়নের একটি প্রক্রিয়া যেখানে পূর্ব নির্ধারিত লক্ষ্য গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনের জন্য সর্ব প্রকার উপকরণ, প্রচেষ্টা ও মূল্যবোধকে কেন্দ্রীভূত করা হয়ে থাকে। একটি উন্নয়ন পরিকল্পনা সাধারণ পাঁচ বছর মেয়াদী হয়। তবে প্রয়োজনে এই উন্নয়ন পরিকল্পনা স্বল্পমেয়াদী বা দীর্ঘ মেয়াদী হতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions