Home » » করের কানুন গুলো কি কি

করের কানুন গুলো কি কি

করের কানুন গুলো কি কি

করের কানুন সমূহ :

অর্থনীতির জনক এডাম স্মীথ সর্বপ্রথম তার বিখ্যাত গ্রন্থ “The wealth of Nations”-এ করের কানুনের কথা উল্লেখ করেন। একটি উত্তম কর ব্যবস্থার প্রধান বৈশিষ্ট কি হওয়া উচিত তার উপর গুরুত্ব দিয়ে তিনি করের কানুনের কথা বলেছেন। তিনি করের চারটি কানুনের কথা বলেছিলেন।

১. সমতার কানুন

২. নিশ্চয়তার কানুন

৩. সুবিধার কানুন

৪. মিতব্যয়ীতার কানুন


কর ধার্য বা আদায় করার জন্য সরকার কতগুলো নিয়ম কানুন মেনে চলে । এই নিয়মগুলোই করের কানুন । উপরের চারটি ব্যতীত আধুনিক অর্থনীতিবিদগণ আরও কয়েকটি কানুনের উল্লেখ করেছেন-

৫. উৎপাদন শীলতার কানুন

৬. স্থিতিস্থাপকতার কানুন

৭. সরলতার কানুন

৮. বিভিন্নতার কানুন


নিচে করের কানুনসমূহের বিস্তারিত আলোচনা করা হলো-

১. সমতার কানুন: সমতা বলতে এখানে সকল নাগরিকের সমান কর প্রদান বুঝায় না, নাগরিকগণ তাদের সামর্থ্য অনুযায়ী বেশী কর প্রদান করবে আর গরীবরা কম প্রদান করবে। এটি সামাজিক সাম্যতা আনার একটি মৌলিক বিষয় ।

২. নিশ্চয়তার কানুন: নিশ্চয়তার কানুন বলতে বুঝায় যে, একজন করদাতা তার কর প্রদান সম্পর্কে অর্থাৎ করের পরিমান, প্রদানের সময় ইত্যাদি সম্পর্কে অবহিত থাকে। যদি নিশ্চয়তার কানুন না থাকে তবে কর আইন প্রণয়ন করা কঠিন হবে এবং কর ফাঁসি প্রবণতা বৃদ্ধি পাবে ।

৩. সুবিধার কানুন: সুবিধার কানুন হলো করদাতা সহজেই তার কর প্রদান করতে পারে। কর প্রদানে কোন অফিসিয়াল জটিলতা থাকে না। কর দাতা তার সুবিধা অনুযায়ী করের টাকা প্রদান করে। যেমন-চাষীর নিকট থেকে ফসল উঠার পর এবং ব্যবসায়ীদের নিকট থেকে বছর শেষে কর আদায় করার উচিত।

৪. মিতব্যয়ীতার কানুন: কর সংগ্রহ করার খরচ কম হওয়া উচিত। এটিই মিতব্যয়ীতার কানুন। করের টাকা দেশের অর্থনৈতিক কল্যাণের জন্য খরচ করা হয়। যদি এই অর্থ আদায়ের খরচ বেশী হয় তবে প্রত্যাশিত রাজস্ব কম হবে এবং অর্থনৈতিক কল্যাণ প্রত্যাশিত হবে না।

৫. স্থিতিস্থাপকতার কানুন: করের ভিত্তির উপর নির্ভর করে কর হার বাড়ানো বা কমানো হলো স্থিতিস্থাপতার কানুন। অর্থাৎ দেশের রাজস্ব চাহিদা অনুযায়ী করের হার হ্রাস-বৃদ্ধি করে প্রত্যাশিত রাজস্ব আদায় করা সম্ভব। যেমন-আয় কর একটি প্রত্যক্ষ কর । এটি স্থিতিস্থাপকতার কানুন মেনে চলে ।

৬. সরলতার কানুন: কর ব্যবস্থা যতটা সম্ভব সহজ হওয়া উচিত। করের টাকার পরিমান, প্রদানের সময়, প্রদানের পদ্ধতি সবকিছু করদাতার কাছে সহজ ও সরল হওয়া উচিত। কোন প্রকার জটিলতা থাকা উচিত নয়। যদি কর প্রদান ব্যবস্থা সহজ হয় তবে কর আদায়ে দূর্নীতি এবং কর ফাঁকি হ্রাস পাবে।

৭. বিভিন্নতার কানুন: কর আদায় করার ক্ষেত্রে কোন একক উৎস থাকা উচিত নয়। বিভিন্ন উৎস থেকে কর আদায় করা উচিত। অন্যথায় অর্থনীতি সীমাবদ্ধ হয়ে পড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও কম হবে। বিভিন্নতার কানুন অনুযায়ী সরকার বিভিন্ন উৎস হতে বিভিন্ন কর হারের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করতে পারে ।

সুতরাং একটি দেশের কর ব্যবস্থায় করের সকল কানুন অবলম্বন করে কর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হলে ঐ দেশের অর্থনীতি কাংখিত লক্ষ্যে পৌছতে পারে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *