মাল্টার উপকারিতা
মাল্টার পুষ্টিগুণ: মাল্টা ভিটামিন ‘সি' সমৃদ্ধ ফল ।
মাল্টার ঔষধিগুণ: ফলের খোসা থেকে প্রসাধনী ও ওষুধ শিল্পে ব্যবহার্য অত্যাবশ্যকীয় তেল প্রস্তুত করা যায় । মাল্টা সর্দিজ্বর নিরাময়ে উপকারী ।
মাল্টার ইংরেজি নাম : Sweet Orange
মাল্টার বৈজ্ঞানিক নাম: Citrs sinensis
মাল্টার জাত: বারিমাল্টা-১
মাল্টার উৎপাদন এলাকা: বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও পঞ্চগড়সহ দেশের সব অঞ্চলের জন্য উপযোগী ।
মাল্টার চাষের জন্য জলবায়ু ও মাটি: কম বৃষ্টিবহুল সুনির্দিষ্ট গ্রীষ্ম ও শীতকাল বিশিষ্ট শুষ্ক ও উষ্ণ জলবায়ু মাল্টা চাষের জন্য সবচেয়ে উপযোগী । সব ধরনের মাটিতে মাল্টা চাষ হলেও সুনিষ্কাশিত, উর্বর, মধ্যম থেকে হালকা দোঁ-আশ মাটি মাল্টা চাষের জন্য উত্তম । মধ্যম অম্ল থেকে সামান্য ক্ষারীয় মাটিতে মাল্টা জন্মে হবে ৫.৫ থেকে ৬.৫ অম্লতায় (pH) ভালো জন্মে । মাল্টা জলাবদ্ধতা মোটেও সহ্য করতে পারে না এবং উচ্চমাত্রা ও লবণের প্রতি সংবেদনশীল ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions