জাম এর ইংরেজি নাম
জাম এর ইংরেজি নাম: Jamun, Java plum
জাম এর বৈজ্ঞানিক নাম: Syzygium cumini
জাম এর জাত: কোনো অনুমোদিত জাত নেই ।
জাম এর পুষ্টিগুণ: ক্যালসিয়াম, ক্যারোটিন ও ভিটামিন ‘সি' সমৃদ্ধ একটি ফল ।
জাম এর ঔষধিগুণ: গাছের কচিপাতা পেটের পীড়া নিরাময়ে সাহায্য করে । ফলের বীজ থেকে প্রাপ্ত পাউডার বহুমূত্র রোগের ওষুধ হিসেবেও ব্যবহার হয় । পাকা ফল সৈন্ধব লবণ মাখিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে চটকিয়ে নেকড়ার পুঁটলি বেঁধে টানিয়ে রাখলে যে রস বের হয় তা পাতলা দাস্ত, অরুচি ও বমিভাব দূর করে। গাছের ছাল ও পাতা বহুমূত্র রোগের উপকারী ।
জাম এর উৎপাদন এলাকা: কুমিল্লা, নোয়াখালী ও রাজশাহী এলাকায় ক্ষুদি জামের গাছ দেখা যায় ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions