খুদি জাম ফল
খুদি জাম ফল এর ইংরেজি নাম: Khudijam
খুদি জাম ফল এর বৈজ্ঞানিক নাম: Syzygium fruiticosum
খুদি জাম এর জাত: কোনো অনুমোদিত জাত নেই
খুদি জাম এর পুষ্টিগুণ: এতে ক্যালসিয়াম, ক্যারোটিন এবং ভিটামিন 'সি' রয়েছে ।
খুদি জাম এর ঔষধিগুণ: পাকা ফল সৈন্ধব লবণে চটকিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা রাখার পর নির্গত রস পানির সঙ্গে মিশিয়ে পান করলে পাতলা দাস্ত, অরুচি, বমিভাব নিরাময় হয় । গাছের ছাল ও পাতা বহুমূত্র রোগে উপকারী ।
খুদি জাম এর উৎপাদন এলাকা: রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার ও রাজশাহী এলাকায় বেশি জন্মে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions