শিল্প সমাজকর্ম কি
শিল্প সমাজকর্ম হচ্ছে আধুনিক সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা যা শিল্পকারখানায় নিয়োজিত শ্রমিকদের সমাগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমাজকর্মের জ্ঞান, নীতি ও দক্ষতা অনুশীলন করে থাকে। সাধারণভাবে বলা যায়, শিল্পকারখানার পরিবেশে খাপখাওয়ানো এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতার অনুশীলনকে শিল্প সমাজকর্ম বলা হয়। সমাজকর্ম অভিধানের (১৯৯৫) সংজ্ঞানুযায়ী, “শিল্প সমাজকর্ম হলো শ্রমিকদের উন্নয়ন বা নিয়োগ কর্তৃপক্ষ অথবা উভয়ের পৃষ্ঠপোষকতায় শ্রমিকদের কর্মস্থল এবং কর্মস্থলের বাইরে সামাগ্রিক জীবনমান উন্নয়নে পেশাগত সমাজকর্মের অনুশীলন।” Saini (১৯৭৫) শিল্প সমাজকর্মের সংজ্ঞায় বলেন, “শিল্প সমাজকর্ম হলো কর্মস্থলে উত্তমরূপে সামঞ্জস্যবিধানের লক্ষ্যে ব্যক্তি ও দলকে সহায়তা করার সুব্যবস্থিত পন্থা (Industrial social work has come to be defined as a systematic way of helping individual and groups toward a better adaptation to work situation)।” Encyclopaedia of Social Work (২০০৮: 331 ) vol. 3 এর সংজ্ঞানুযায়ী, “শিল্প সমাজকর্মকে শ্রমিক বা ব্যবস্থাপনার পৃষ্ঠপোষক কর্মসূচি বা সেবা হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা আইনসঙ্গতভাবে শ্রমিক বা শিল্পপ্রতিষ্ঠানের সমাজকল্যাণ প্রয়োজনসমূহ পূরণের নিমিত্তে পেশাদার সমাজকর্মীদের সদ্বব্যবহার করে (Industrial work is generally defined as programmes and services under the auspices of labour or management that utilize professional social workers to serve members or employees and the legitimate social welfare needs of the labour or industrial organization.)।” শিল্প সমাজকর্মকে অনেক সময় বৃত্তিমূলক সমাজকর্ম (Occupation Social Work) হিসেবে আখ্যায়িত করা হয়। সুতরাং বলা যায়, শিল্প সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের সেই শাখা যা সমাজকর্মেও জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে শিল্প কারখানায় নিয়োজিত শ্রমিক ও ব্যবস্থাপকদের বিচিত্র ধরনের সমস্যা মোকাবিলা করে থাকে।
শিল্প সমাজকর্মের ইতিহাস
আধুনিক শিল্পায়িত সমাজে শিল্পকারখানার মালিক-শ্রমিক দ্বন্দ্ব, শ্রমিক অসন্তোষ, শ্রমিক বিশৃঙ্খলা এবং শ্রমিকদের ব্যক্তিগত, পারিবারিক ও সমষ্টিগত সমস্যা মোকাবিলা ও শ্রমিককল্যাণ সাধনে সমাজকর্মের বিশেষায়িত শাখা হিসেবে শিল্প সমাজকর্মের সূত্রপাত ঘটে। মানবাতাবাদী চিন্তাধারা এবং ফলপ্রসূ উৎপাদনের স্বার্থে শিল্পকারখানায় শিল্প সমাজকর্মের আবির্ভাব ঘটেছে। শিল্প সমাজকর্মের মূল প্রোথিত রয়েছে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে আমেরিকায় কল্যাণমূলক পূঁজিবাদ (welfare capitalism) ধারণার সাথে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে শিল্পকারখানায় বিভিন্ন সেবাকর্মসূচি যেমন- স্যানিটেশন, বাসস্থান, নিরাপত্তা ইত্যাদি তদারকি করার জন্য Welfare Secretaries নিয়োগ দেয়া হয়। Welfare Secretaries -এর কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকায় প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সাল থেকে ১৯৩৫ সালের মধ্যে তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে National Civic Federation ও American Institute of Social service নামে দুটি সংগঠন যেগুলো Occupation Social Welfare Services নিয়ে কাজ করে তারা welfare secretary ধারণার উপর গুরুত্ব দেন যা জনগণের মধ্যেও উদ্দীপনা তৈরি করেছিল। এ প্রেক্ষিতে ১৯২০ সালের মধ্যে New York School for Social Work এর অধিকাংশ গ্র্যাজুয়েটরা অন্যান্য ক্ষেত্রের ন্যায় শিল্পক্ষেত্রকে বেছে নিল। সমাজকর্মীরা তখন Social Welfare Secretaries ভূমিকায় কাজ শুরু করে যা ১৯৩৫ সালের মধ্যে ক্রমে অদৃশ্য হতে থাকে। শিল্পভিত্তিক সমাজকর্মের পুনরুত্থান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন নতুন শ্রমিক দল বিশেষ করে নারী ও সংখ্যালঘুরা শিল্প ক্ষেত্রে চলে আসে। পূর্ণকালীন চাকুরিতে শ্রমিক এবং single parent শ্রমিকদের ভূমিকা-জটিলতার সামঞ্জস্যবিধানের জন্য প্রথম দিকে Occupation Social Worker-এর প্রয়োজনীয়তা অনুভূত হয়। Aroplane and Munitions Industries গুলোতে Occupation Social Worker-দের ব্যাপক হারে নিয়োগ করা হয়। Bertha Reynolds একজন অন্যতম সমাজকর্ম তাত্ত্বিক ও পেশাদার প্রতিনিধি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে National Maritime Union-এ কর্মরত অবস্থায় সংগঠিত কর্মী ও সমাজকর্ম পেশার মধ্যকার সম্পর্ক আরো জোরদারকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৬ সালে সেনাবাহিনীদের সেবা প্রদানের জন্য একটি স্থায়ী Commissioned Officer Crops of Social Workers গঠন করা হয়। এক্ষেত্রে ১৯৭০ সালে Columbia University of School of Social Work এর Industrial Social Welfare Center প্রতিষ্ঠা তাৎপর্যপূর্ণ ঘটনা। এরপর Boston College, Hunter College এবং Utah University তে Occupation Social Work Program গ্রহণ করা হয়। পরবর্তীতে CSW এর সহযোগিতায় Columbia College এবং Hunter College প্রথম শ্রম ও শিল্পক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন বিষয়ক সম্মেলনের আয়োজন করে। বর্তমানে উন্নত ও উন্নয়নশীল দেশেগুলোতে শিল্প সমাজকর্মের প্রয়োজনীয়তা ও তাৎপর্য বৃদ্ধি পাচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions