Home » » সামাজিক সমস্যা কি

সামাজিক সমস্যা কি

সামাজিক সমস্যা কি

সমাজের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত সামাজিক সমস্যা। সমাজের অপরিহার্য বৈশিষ্ট্যের অপূর্ণতা এবং মানুষের অপূরণজনিত চাহিদা এবং দ্বন্দ্বময় সামাজিক জীবনের ক্রিয়াকলাপ হতেই মূলত সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভব হয় এবং সমাজের মানুষদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে এবং অনেক সময় সমাজের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সমাজ সচেতন মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গির নিরিখে সামাজিক সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ করা হয়। সামাজিক সমস্যা পরিবর্তনশীল। আজ যা সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত, অতীতে তা সমস্যা হিসেবে পরিগনিত নাও হতে পারে আবার ভবিষ্যতে তা সমস্যা হিসেবে সূচিত নাও হতে পারে। জটিল আর্থ- সামাজিক প্রেক্ষাপটে নতুন নতুন সমস্যার উদ্ভব হতে পারে। সমাজকর্মের যথার্থতা মূলত সমস্যা সমাধানমূলক কার্যক্রমের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে।

সামাজিক সমস্যা মূলত একধরনের অবাঞ্চিত, অনাকাঙ্খিত ও অস্বস্তিকর অবস্থা যা সমাজ ও সমাজস্থ মানুষের সার্বিক কল্যাণ ও মঙ্গলের পথে বাধাস্বরূপ এবং সার্থক জীবনযাপনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সমাজের মূল্যবোধগুলো যখন ভেঙ্গে পড়ে, সামাজিক নিয়ম ও শৃঙ্খলা দূর্বল হয়ে আসে তখনই সামাজিক সমস্যার উদ্ভব ঘটতে থাকে । সমাজবিজ্ঞানী P.B. Horton and Ges JR. Leslie তাঁদের “Sociology of Social Problems” গ্রন্থে বলেছেন, “সামাজিক সমস্যা সমাজ জীবনের এমন একটি অস্বাভাবিক অবস্থা, যা সমাজের উল্লেখযোগ্য অংশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং যার সম্পর্কে যৌথ সমাজিক কার্যক্রমের মাধ্যমে কিছু করার প্রয়োজনীয়তা অনুভূত হয় (Social Problem is a condition affecting a significant number of people in ways considered undesirable and about which it is felt something can be done through collective social action.) 

David Dressler (১৯৬৯ : ৪৬৪) তাঁর “Sociology: The Study of Human Interaction” গ্রন্থে সামাজিক সমস্যা সম্পর্কে বলেছেন, “সমাজিক সমস্যা মানুষের পারস্পারিক ক্রিয়া-প্রতিক্রিয়া থেকে সৃষ্ট এমন একটি অবস্থা, যাকে সমাজের উল্লেখযোগ্য সংখ্যক লোক অস্বাভাবিক বা অবাঞ্চিত বলে বিবেচনা করে এবং প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে দূরীকরণে তারা বিশ্বাসী হয় (A social Problem is a condition growing out of human interaction that is considered undesirable by a significant number of people who believe it can and must be resolved through preventive or remedial action.) "


সামাজিক মূল্যবোধগুলো দুর্বল হয়ে এলে সামাজ কাঠামোতে যে শিথিলতা আসে এবং সমাজে অবাঞ্চিত, অনাকাঙ্খিত, অস্বস্তিকর অবস্থার সূত্রপাত ঘটে। ফলে এর নেতিবাচক প্রভাব সমাজের অধিকাংশ মানুষের উপর পড়ে এবং সমাজস্থ মানুষের কল্যাণের পথে অন্তরায় সৃষ্টি হয় মূলত সেই অনভিপ্রেত অবস্থাই হলো সামাজিক সমস্যা।


সামাজিক সমস্যার বৈশিষ্ট্য

সামাজিক সমস্যা জটিল সমাজের অস্বাভাবিক অবস্থার বিমূর্ত ধারণা। সামাজিক সমস্যার প্রকৃতি এর বেশ কিছু বৈশিষ্ট্যকে তুলে ধরে। সাধারণভাবে সামাজিক সমস্যার যে সমস্ত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো:

১. সামাজিক সমস্যা সম্পর্কে সমাজস্থ মানুষের মতৈক্য থাকে। অর্থাৎ কোনটি সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হবে তা নিয়ে সাধারণ জনগণের মতৈক্য থাকবে;

২. সামাজিক সমস্যাসমূহ প্রাকৃতিক বা সামাজিক এবং অবশ্যম্ভাবী; ৩. সামাজিক সমস্যা অস্বাভাবিক ও অনাকাঙ্খিত বিষয়;

৪. সমাজের কতিপয় খারাপ মানুষ দ্বারা সামাজিক সমস্যা সৃষ্টি হয়ে থাকে; ৫. সমাজস্থ প্রত্যেকেই সামাজিক সমস্যার সমাধান প্রত্যাশা করেন;

৬. সমাজস্থ সদস্যদের মধ্যেই সামাজিক সমস্যার সমাধান নিহিত থাকে;

৭. সামাজিক সমস্যা সমাজের বৃহত্তর অংশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে; ৮. সামাজিক সমস্যা সামাজিক মূল্যবোধ ও আদর্শের পরিপন্থী;

৯. সামাজিক সমস্যা পরিমাপযোগ্য ও পরিবর্তনশীল;

১০. এর ক্রমাগত প্রক্রিয়া ও পারস্পারিক নির্ভরশীলতা রয়েছে;

১১. সামাজিক সমস্যার বাহ্যিক ও অভ্যন্তরীন দিক বিদ্যমান;

১২. বিশেষ সামাজিক সমস্যা সর্বজনীন;

১৩. সমাজভেদে সামাজিক সমস্যার পার্থক্য রয়েছে এবং এর সমাধানে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা অনুভূত হয়; এবং ১৪. সামাজিক সমস্যা আপেক্ষিক ও এর কারণ বহুমুখী ।


সামাজিক সমস্যার কারণ

অর্থনৈতিক, জৈবিক, মানসিক, সাংস্কৃতিক, সামাজিক, প্রাকৃতিক প্রভৃতি কারণে সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। সামাজিক সমস্যাসমূহ প্রকৃতিগত বিচারে বিভিন্ন হতে পারে। সমাজবিজ্ঞানীগণ সামাজিক সমস্যা সম্পর্কিত বিভিন্ন গবেষণা ও অনুসন্ধানে সামাজিক সমস্যার বহুমুখী কারণের কথা উল্লেখ করেছেন। সমাজবিজ্ঞানী অগবার্ণ ও নিমকফ সামাজিক সমস্যার নিম্নোক্ত কারণগুলোর কথা উল্লেখ করেছেন:

ক. প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সাংস্কৃতিক সামঞ্জস্যহীনতা, বিশেষত কিছু অস্বাভাবিক অবস্থা। যেমন— মহামারি, বন্যা, ভূমিকম্পের সাথে মানুষ খাপ খাওয়াতে না পারা;

খ. দলীয়জীবন এবং সাংস্কৃতিক চাহিদার সাথে মানুষের সহজাত প্রবৃত্তির সামঞ্জস্য বিধানের অভাব; এবং

গ. সংস্কৃতির বিভিন্ন পরস্পর সম্পর্কিত অংশের অসম গতিসম্পন্ন পরিবর্তনের ফলে উদ্ভূত চাপ।


সামাজিক সমস্যার কারণগুলো সম্পর্কে বিশেষভাবে বিবেচ্য হলো কারণগুলোর মধ্যকার পারস্পরিক নির্ভরশীলতা। একটি কারণকেই অনেক সময় একাধিক সমস্যার সৃষ্টি ও তাদের বিস্তারের সাথে সংশ্লিষ্ট থাকতে দেখা যেতে পারে। সার্বিক দিক বিবেচনায় সামাজিক সমস্যার নিম্নোক্ত সাধারণ কারণসমূহ উল্লেখ করা যেতে পারে:

১. প্রত্যেক সমাজে সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্ক, আচার-আচরণ ও ব্যবহার সামাজিক কাঠামোর আওতায় বিকাশ লাভ করে। সামাজিক কাঠামো যদি ত্রুটিপূর্ণ হয় তবে তা সমাজের সদস্যদের স্বাভাবিক সম্পর্ক ও আচরণের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং এ থেকে সামাজিক সমস্যার সৃষ্টি হয়;

২. সমাজস্থ মানুষের সম্পদ ও সুযোগের ক্ষেত্রে অসম বণ্টন পরিলক্ষিত হলে সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে;

৩. কোনো ব্যক্তির উপর অপরিসীম মানসিক চাপ ক্রিয়ারত হলে তা ব্যক্তির মধ্যে বিচ্যূত আচরণ সৃষ্টি করতে পারে এবং পরবর্তীতে এই বিচ্যুত আচরণ সামাজিক সমস্যার সৃষ্টি করতে পারে;

৪. সমাজ মাত্রই পরিবর্তনশীল ও গতিশীল। সামাজিক পরিবর্তন সামাজিক সমস্যার এক গুরুত্বপূর্ণ কারণ;

৫. প্রত্যেক দেশে জনসংখ্যা কাঠামো সুসামঞ্জস্যপূর্ণ হওয়া উচিৎ। আয়তনের তুলনায় মোট জনসংখ্যা যদি বেশি বা কম হয় তবে সামগ্রিক স্থিতিশীলতা বজায় থাকে না। সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হলে সামাজিক সমস্যা দেখা দিতে পারে;

৬. সমাজের বেঁচে থাকার জন্য মানুষের কিছু অত্যাবশ্যকীয় উপাদান আবশ্যক যেগুলোকে মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত করা হয় । কোনো সমাজের মানুষের যদি মৌলিক চাহিদা অপূর্ণ থাকে তবে সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে;

৭. সামাজিক পরিবর্তনের ধারায় সাংস্কৃতিক উপাদানগুলোও পরিবর্তিত হয়। সাংস্কৃতিক উপাদানগুলোর মধ্যে অসম পরিবর্তন সাধিত হলে সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয় এবং এ থেকে তৈরি হয় সামাজিক সমস্যা;

৮. মূল্যবোধ মানুষের আচরণের চালিকা শক্তি যা মানুষের মধ্যে ভাল-মন্দ বিচারবোধ গড়ে তোলে । সাংস্কৃতিক শূন্যতার পাশাপাশি মূল্যবোধগত দ্বন্দ্ব সামাজিক সমস্যা সৃষ্টি করে;

৯. শিল্পায়ন ও শহরায়নের ফলে সমাজের বস্তুগত পরিবর্তন যত দ্রুত সাধিত হয়, তার সাথে সামঞ্জস্য রেখে সমাজের অন্যান্য উপাদান পরিবর্তিত নাও হতে পারে। ফলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শিল্পায়ন ও শহরায়নের ফলে সৃষ্ট সামাজিক বিশৃঙ্খলা সামাজিক সমস্যার তৈরি করে; এবং

১০. জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সমাজে অরাজকতা তৈরি করে এবং এর থেকে সামাজিক সমস্যার সৃষ্টি হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *