Home » » সূরা কি? বা সূরা কাকে বলে?

সূরা কি? বা সূরা কাকে বলে?

সূরা কি? বা সূরা কাকে বলে?

সূরা (১) একবচন, এর বহুবচন ও (সুয়ারুন)। আভিধানিক অর্থ হলো- দীর্ঘ ও সৌন্দর্যমণ্ডিত, উচ্চতর অবস্থানস্থল ।

সূরার পারিভাষিক সংজ্ঞা:- 

“সূরা হলো আল-কুরআনের একটি অংশবিশেষ, যা নির্দিষ্ট নামে নামকরণ করা হয়েছে। এর সর্বনিম্ন পরিমাণ হলো তিন আয়াত। যেমন- সূরা আল-বাকারা, সূরা আল-ইখলাস, সূরা আল-কাওসার ইত্যাদি। কুরআনের সূরা সংখ্যা ১১৪টি।


কুরআনের আয়াতের পরিচয়

আয়াত একবচন । এর অর্থ চিহ্ন, নিদর্শন, শিক্ষা, মু'জিযা ইত্যাদি।

কুরআন মাজীদের বাক্যসমূহকে আয়াত বলা হয়, যাকে বিশেষ বিরাম চিহ্ন দ্বারা অপর বাক্য হতে পৃথক করা হয়েছে। 


কুরআনের আয়াতের বিভাগ

কুরআন মাজীদের সূরা ও আয়াতগুলো নাযিলের দিক দিয়ে দু'শ্রেণিতে বিভক্ত:

(ক) মাক্কী : যা মহানবী (স)-এর হিজরত পূর্ব ১৩ বছরের মক্কা জীবনে নাযিল হয়েছিল ।

(খ) মাদানী : যা মহানবী (স)-এর হিজরতের পর ১০ বছরের মদিনার জীবনে নাযিল হয়েছিল। 


আল-কুরআনের বিভিন্ন তথ্যভিত্তিক পরিসংখ্যান:

১. কুরআন মাজীদে সর্বমোট সূরা সংখ্যা ১১৪টি।

২. আল-কুরআনে মাক্কী সূরা ৯২টি ।

৩. আল-কুরআনে মাদানী সূরা ২২টি।

৪. মাক্কী সূরার আয়াত সংখ্যা কারও মতে ৪৬০২টি এবং মাদানী সূরার আয়াত সংখ্যা ১৬৩৪টি এ মত অনুযায়ী আয়াত সংখ্যা ৬২৩৬টি।

৫. সূরা আল-বাকারা আল-কুরআনের সবচেয়ে বড় সূরা। এতে ৪০টি রুকু ও ২৮৬টি আয়াত আছে। এ সূরার ২৮২ নং আয়াতটি কুরআনের সবচেয়ে বড় আয়াত।

৬. আল-কুরআনের ১০৮ নং সূরা আল-কাউছার কুরআনের ক্ষুদ্রতম সূরা।

৭. পূর্ণ কুরআন যাতে মাসে একবার তিলাওয়াত (খতম) করা যায় সে জন্য কুরআন মাজীদকে ৩০ জুয্ বা পারায় ভাগ করা হয়েছে । প্রত্যেক পারা আবার ৩/৪, ১/৪ ও ১/২ অংশ হিসেবে বিভক্ত।

৮. সপ্তাহে একবার যাতে কুরআন খতম করা যায় সেজন্য সাত মনযিলে বিভক্ত করা হয়েছে।

৯. কুরআনে রুকুর সংখ্যা ৫৪০টি।

১০. পবিত্র কুরআনে পঁচিশজন নবী ও রাসূলের নাম উল্লেখ আছে ।

১১. সূরা আল-আলাকের প্রথম পাঁচ আয়াত সৰ্বপ্ৰথম নাযিল হয়।

১২. কুরআনের সর্বশেষ নাযিলকৃত আয়াত সূরা আল-মায়িদার ৩৫তম আয়াত ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *