মরিচিকা কি
মরিচিকা (Mirage) : বায়ুমন্ডলের বিভিন্ন ঘনত্বের বায়ুস্তরের ভিতর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে অস্বাভাবিক প্রতিবিম্ব গঠনের সাধারণ প্রপঞ্চ হলো মরিচিকা। উত্তপ্ত মরু অঞ্চল ও শীতপ্রধান মেরু অঞ্চলে এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে।
ভূমি সংলগ্ন বায়ুস্তর যদি এর উপরের বায়ুস্তরের চেয়ে অধিক উত্তপ্ত হয় তবে আলোকরশ্মি এমনভাবে বেঁকে যায় যে, দর্শকের কাছে তা বস্তুর উল্টো প্রতিবিম্ব হিসাবে ধরা পড়ে। যেহেতু, জলাশয়ে এরূপ উল্টো প্রতিবিম্ব দেখা যায়, সেজন্য দর্শক ঐ স্থানটিকে জলাশয় বা পানিপূর্ণ স্থান মনে করে। সাধারণত মরুভূমিতে এই ধরনের মরিচিকা নিম্ন মরিচিকা নামে পরিচিত। মহাসড়কসমূহেও নিম্ন মরিচিকা যথেষ্ট দেখা যোয়।
আবার, ভূমিসংলগ্ন বায়ুস্তর যদি এর উপরের বায়ুস্তরের তুলনায় অধিকতর শীতল হয় তবে উর্ধ্ব মরিচিকার সৃষ্টি হয়। সে ক্ষেত্রে বস্তু থেকে আগত আলোকরশ্মি এমনভাবে পথ পরিবর্তন করে যে, দর্শকের কাছে তা আকাশে উল্টানো প্রতিবিম্ব থেকে আসছে বলে মনে হয়। শীতপ্রধান মেরু অঞ্চলে এই ঘটনা ঘটে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions