ক্ষয়জাত মালভূমির উদাহরণ
ক্ষয়জাত মালভূমি কাকে বলে:
ক্ষয়জাত মালভূমি কোন পার্বত্য অঞ্চল বা উঁচু ভূ-খন্ড নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হলে তার উচ্চতা হ্রাস পায় এবং মালভূমিতে পরিণত হয়। এই প্রকার মালভূমিকে ক্ষয়জাত বা অবশিষ্ট মালভূমি বলে। মালভূমির উপরিভাগ খাড়া ভাবে ক্ষয়প্রাপ্ত হয়। উৎপত্তি ও এই মালভূমি পুরাতন উঁচু ভূ-ভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়। শিলার প্রকৃতি এর বন্ধুরতা নিয়ন্ত্রণ করে। যেখানে ক্ষয়কাজ বেশী হয় সেখানে ভূমির বন্ধুরতা বেশী দেখা যায়।
ক্ষয়জাত মালভূমির বৈশিষ্ট্য :
১. ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়;
২. সাধারণত এই মালভূমি স্বল্প উচ্চতা বিশিষ্ট হয়;
৩. সহজে ক্ষয়প্রাপ্ত শিলাসমূহ ক্ষয় হয়ে যাওয়ায় বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ দেখা যায়। যেমন: মেসা, পিলার, বুটি, পিনাকল।
ক্ষয়জাত মালভূমির উদাহরণ নিম্নে দেয় হলো :
দক্ষিণ ভারতের মালভূমি, সৌদি আরবের মালভূমি, সাইবেরিয়ার পূর্ব মালভূমি, আফ্রিকার দক্ষিন মালভূমি ক্ষয়জাত মালভূমি। ইউরোপের ক্যালিডোনিয়ান পর্বতশ্রেণী ক্ষয়প্রাপ্ত হয়ে ফিজেন্ড মালভূমির সৃষ্টি করেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions