Home » » বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য

বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য

বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য

বাংলাদেশ কৃষি প্রধান হলেও আমাদের কৃষিব্যবস্থা অনুন্নত। ফলে বাংলাদেশের কৃষির কতগুলা পার্থক্য সূচক বৈশিষ্ট্য দেখা যায় তা হল:

১. প্রাচীন চাষ পদ্ধতি: যান্ত্রিক সভ্যতার যুগেও বাংলাদেশে এখনও মান্ধাতা আমলের কাঠের লাঙল এবং জীর্ণশির্ণ গরু দ্বারা চাষাবাদ করা হয় । উন্নত মানের বীজ ও সার এবং কিটনাশক ঔষধপত্রের ব্যবহার খুবই কম। চাষের জমিতে পানি সরবরাহের জন্য এদেশের কৃষকেরা প্রকৃতির খেয়াল খুশির উপর নির্ভরশীল। 1


২. কৃষকদের নিম্ন উৎপাদন ক্ষমতা: বাংলাদেশের কৃষকেরা অত্যন্ত দরিদ্র। জীবনধারনের জন্য মৌলিক প্রয়োজন খাদ্য, বস্ত্র ও বাসস্থান থেকে অধিকাংশ কৃষক বঞ্চিত। শিক্ষা ও চিকিৎসার সুযোগ গ্রহনে অক্ষম। পুষ্টিহীনতা তাদের নিত্য সাথী এবং ভগ্নস্বাস্থ্য তাদের সম্বল। ফলে উৎপাদন ক্ষমতা তাদের খুবই কম ।


৩. অনাবাদী জমি: বাংলাদেশের আবাদী জমির পরিমাণ অত্যন্ত অল্প । প্রায় ১৬ কোটি লোকের মাত্র ২ কোটি ২৫ লক্ষ একর জমি চাষাবাদের উপযোগী। অথচ চাষ উপযোগী প্রায় ২৫ লক্ষ একর জমি অনাবাদী অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, এ অল্প চাষের জমি থেকেও প্রতিবছর বিভিন্ন কারণে কয়েক লক্ষ একর জমি পতিত থাকে ।


৪. জীবন ধারণের নিমিত্তে উৎপাদন: আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের কৃষিকার্য বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়। কিন্তু, বাংলাদেশে খুব কম কৃষক পরিবার ভরণপোষণের জন্য প্রয়োজনীয় শস্যের অতিরিক্ত শস্য উৎপাদন করে থাকে ।


৫. ভূমিহীন কৃষক: বাংলাদেশের কৃষি ব্যবস্থার আর একটি নৈরাশ্যজনক দিক হলো ভূমিহীন কৃষকের অস্তিত্ব। বাংলাদেশের ৫০ শতাংশের ও অধিক কৃষক পরিবার কার্যত ভূমিহীন। তারা অন্যের জমিতে চাষাবাদ করে। এই সমস্ত ভূমিহীন কৃষকেরা স্বাভাবিক ভাবেই কৃষিকাজে তেমন উৎসাহ বোধ করেন না। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভূমিহীন কৃষকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


৬. মাথাপিছু জমির পরিমান কম: বাংলাদেশে মাথাপিছু গড় জমির পরিমান ২৫ শতাংশের মত। খুবই কম সংখ্যক কৃষক পরিবার কৃষি অর্থনৈতিক জোতের অধিকারি ।


১০. দুর্যোগ কবলিত কৃষি: প্রাকৃতিক দুর্যোগের শিকারে বাংলাদেশের কৃষির উৎপাদন অনেক সময় অত্যন্ত কম হয়। বন্যা, ঘুর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। তা ছাড়াও আছে কিটপতঙ্গের আক্রমণ। এ সকল কারণে প্রতিবছর অনেক ফসল নষ্ট হয়।


১১. শ্রম নিবিড় প্রযুক্তি: বাংলাদেশের কৃষকেরা খুবই গরিব তাছাড়া জনবহুল এ দেশটিতে শ্রম খুবই সস্তা। তাই আমাদের কৃষিতে মূলত আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে শ্রম নিবিড় প্রযুক্তি ব্যবহৃত হয়।


১২. ভাগ চাষ পদ্ধতি: ভাগ বা বর্গা চাষ কৃষির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধনী কৃষকেরা অনেক সময় নিজেরা জমি চাষাবাদ করে না। বর্গা চাষীরা এ সকল জমি মালিককে ফসলের একটি নির্দিষ্ট অংশ দেয়ার শর্তে চাষ করে। সাধারণত বর্গা চাষিরা জমির উন্নতি করতে আগ্রহী হয় না ।


১৩. ছদ্মবেশী বেকার: বর্ধিত জনসংখ্যার চাপে এবং কৃষি ছাড়া অন্যখাতে কর্মসংস্থানের সুযোগের সীমাবদ্ধতার জন্য কৃষিতে প্রয়োজনের চেয়ে বেশি শ্রমিকের সমাবেশ ঘটে। কিন্তু এর ফলে উৎপাদন বড়ে না। জনসংখ্যা বৃদ্ধি ও কৃষির আধুনিকীকরণের সাথে এরূপ ছদ্মবেশী বেকারের সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকে ।


১৪. নিম্নমানের শস্য উৎপাদন: বাংলাদেশের কৃষকেরা উন্নত দেশের তুলনায় নিম্নমানের শস্য উৎপাদন করে। ফলে কৃষকেরা বাজার মূল্য অপেক্ষা তাদের উৎপাদিত শস্যের জন্য কম মূল্য পায়।তাছাড়া এদেশে আরো অনেক খাদ্য শস্য উৎপাদন করা হয় যার খাদ্য মূল্য অত্যন্ত কম ।


১৫. অতিরিক্ত উপবিভাগ ও বিচ্ছিন্নতা: বাংলাদেশের কৃষি জমিতে অতিরিক্ত উপবিভাগ ও বিচ্ছিন্নতা দেখা যায়। ফলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা অসুবিধাজনক।


১৬. অদক্ষ কৃষি শ্রমিক: বাংলাদেশের প্রায় সব কৃষকেরা অদক্ষ ও অশিক্ষিত; কৃষির উৎপাদন ক্ষেত্রে তাদের কোন প্রকার কারিগরি জ্ঞান নেই । কারণ বাংলাদেশে সাধারণ শিক্ষা ও কৃষি শিক্ষার সুযোগ সুবিধা অত্যন্ত কম ।


৭. প্রকৃতির উপর নির্ভরশীলতা: বাংলাদেশের কৃষকদের চাষাবাদ করতে যে পানির প্রয়োজন পড়ে তার জন্য তারা প্রকৃতির উপর নির্ভর করে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাতের উপর বাংলাদেশের কৃষকেরা জমি চাষাবাদের জন্য নির্ভরশীল। কিন্তু এ বৃষ্টিপাতের কোন নিশ্চয়তা নেই। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও অসময়ে বৃষ্টি হলে কৃষির উৎপাদন অস্বাভাবিকভাবে কম হয়।


৮. এক ফসল উৎপাদন: বাংলাদেশে অধিকাংশ জমিতে শুধুমাত্র একটি ফসল উৎপাদন করা হয়। কিন্তু উন্নত দেশের জমিতে একাধিক ফসল উৎপাদন করা হয়।


৯. খাদ্যশস্যের প্রাধান্য: আমাদের কৃষিতে খাদ্যশস্যের চাষবেশি এবং অর্থকরী ফসলের চাষ কম। কারণ গরিব কৃষকেরা মূলত পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর পর অবশিষ্ট জমিতে অর্থকরী ফসল চাষ করে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *